ক্রীড়া ডেস্ক
চোটে পড়ায় লিওনেল মেসি খেলতে পারেনি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। মায়ামিও পায়নি জয়। এক ম্যাচ পর মেসি আজ ফিরেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি।
মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি।
ডিসি ইউনাইটেডের চেয়ে মাঠে দাপট মায়ামিরই বেশি ছিল। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ২ শট। বিপরীতে ডিসি ইউনাইটেড বল দখলে রাখে ৩৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট নেয় ডিসি ইউনাইটেড।
বাজে আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হয়। মুষলধারে বৃষ্টিতে ম্যাচে খেলাই একটু কঠিন হয়ে যাচ্ছিল। ফাউল এবং কার্ড বিলানোর ঘটনাও ঘটেছে অহরহ। মায়ামি দেখেছে ২ হলুদ কার্ড। ৪ হলুদ কার্ড দেখেছে ডিসি ইউনাইটেড। মেসি গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। মায়ামি তাদের চার খেলোয়াড়কে বদলি করে, যার মধ্যে মাতিয়াস রোহাসের বদলে ৯০ মিনিটের অতিরিক্ত ৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের ফল যখন গোলশূন্য ড্র মনে হচ্ছিল, তখনই ভেলকি দেখান কাম্পানা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা।
১-০ গোলের জয়ে এমএলএসের নতুন মৌসুমে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া দলটির। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩০। দলটি খেলেছে ১৪ ম্যাচ।
চোটে পড়ায় লিওনেল মেসি খেলতে পারেনি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। মায়ামিও পায়নি জয়। এক ম্যাচ পর মেসি আজ ফিরেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি।
মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি।
ডিসি ইউনাইটেডের চেয়ে মাঠে দাপট মায়ামিরই বেশি ছিল। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ২ শট। বিপরীতে ডিসি ইউনাইটেড বল দখলে রাখে ৩৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট নেয় ডিসি ইউনাইটেড।
বাজে আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে একটু দেরি হয়। মুষলধারে বৃষ্টিতে ম্যাচে খেলাই একটু কঠিন হয়ে যাচ্ছিল। ফাউল এবং কার্ড বিলানোর ঘটনাও ঘটেছে অহরহ। মায়ামি দেখেছে ২ হলুদ কার্ড। ৪ হলুদ কার্ড দেখেছে ডিসি ইউনাইটেড। মেসি গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। মায়ামি তাদের চার খেলোয়াড়কে বদলি করে, যার মধ্যে মাতিয়াস রোহাসের বদলে ৯০ মিনিটের অতিরিক্ত ৩ মিনিটে নামেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের ফল যখন গোলশূন্য ড্র মনে হচ্ছিল, তখনই ভেলকি দেখান কাম্পানা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে গোল করেন কাম্পানা।
১-০ গোলের জয়ে এমএলএসের নতুন মৌসুমে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া দলটির। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩০। দলটি খেলেছে ১৪ ম্যাচ।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১০ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৪ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৬ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে