সিরি আতে বয়স্ক খেলোয়াড়ের গোলের রেকর্ড গড়লেন ইব্রা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫৫
Thumbnail image

নিজেকে ছাড়িয়ে যেতে পছন্দ করেন জ্‌লাতন ইব্রাহিমোভিচ। এর প্রমাণ আবারও দিলেন তিনি। নিজের সমবয়সী কিংবা তাঁর চেয়ে বয়সে ছোট অনেক খেলোয়াড় বুটজোড়া তুলে রাখলেও তিনি ৪১ বছরেও খেলে যাচ্ছেন। শুধু যে মনের আনন্দে খেলে যাচ্ছেন এমনটা নয়।

আনন্দের মাঝেও রেকর্ড গড়ছেন ইব্রা। গতকাল উদিনেসের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। পেনাল্টিতে করা গোলে সিরি আর ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৬৬ দিনে এই রেকর্ড গড়েছেন এসি মিলান স্ট্রাইকার। তিন দিন আগে প্রায় এক বছর পর জাতীয় দলে আবারও সুযোগ পাওয়ার মুহূর্তটি গোল দিয়ে রাঙালেন।

এত দিন বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি ছিল ইব্রারই ক্লাব পূর্বসূরি আলেসান্দ্রো কোস্তাকুর্তার। ২০০৭ সালে ৪১ বছর ২৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন এসি মিলানের সাবেক এই সেন্টার ডিফেন্ডার। ১৬ বছর আগে তাঁর করা রেকর্ডটি এবার নিজের করে নিলেন ইব্রা। চোটের কারণে এবারের মৌসুমে দীর্ঘদিন স্কোয়াডের বাইরে না থাকলে হয়তো আগেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন সুইডিশ কিংবদন্তি।

রেকর্ডের রাত অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি ইব্রা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তাঁর দল। উদিনেসের হয়ে গোল তিনটি করেছেন—রবার্তো পেরেইরা, বেতো ও কিংসলে এহিজিবু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত