ক্রীড়া ডেস্ক
নিজেকে ছাড়িয়ে যেতে পছন্দ করেন জ্লাতন ইব্রাহিমোভিচ। এর প্রমাণ আবারও দিলেন তিনি। নিজের সমবয়সী কিংবা তাঁর চেয়ে বয়সে ছোট অনেক খেলোয়াড় বুটজোড়া তুলে রাখলেও তিনি ৪১ বছরেও খেলে যাচ্ছেন। শুধু যে মনের আনন্দে খেলে যাচ্ছেন এমনটা নয়।
আনন্দের মাঝেও রেকর্ড গড়ছেন ইব্রা। গতকাল উদিনেসের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। পেনাল্টিতে করা গোলে সিরি আর ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৬৬ দিনে এই রেকর্ড গড়েছেন এসি মিলান স্ট্রাইকার। তিন দিন আগে প্রায় এক বছর পর জাতীয় দলে আবারও সুযোগ পাওয়ার মুহূর্তটি গোল দিয়ে রাঙালেন।
এত দিন বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি ছিল ইব্রারই ক্লাব পূর্বসূরি আলেসান্দ্রো কোস্তাকুর্তার। ২০০৭ সালে ৪১ বছর ২৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন এসি মিলানের সাবেক এই সেন্টার ডিফেন্ডার। ১৬ বছর আগে তাঁর করা রেকর্ডটি এবার নিজের করে নিলেন ইব্রা। চোটের কারণে এবারের মৌসুমে দীর্ঘদিন স্কোয়াডের বাইরে না থাকলে হয়তো আগেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন সুইডিশ কিংবদন্তি।
রেকর্ডের রাত অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি ইব্রা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তাঁর দল। উদিনেসের হয়ে গোল তিনটি করেছেন—রবার্তো পেরেইরা, বেতো ও কিংসলে এহিজিবু।
নিজেকে ছাড়িয়ে যেতে পছন্দ করেন জ্লাতন ইব্রাহিমোভিচ। এর প্রমাণ আবারও দিলেন তিনি। নিজের সমবয়সী কিংবা তাঁর চেয়ে বয়সে ছোট অনেক খেলোয়াড় বুটজোড়া তুলে রাখলেও তিনি ৪১ বছরেও খেলে যাচ্ছেন। শুধু যে মনের আনন্দে খেলে যাচ্ছেন এমনটা নয়।
আনন্দের মাঝেও রেকর্ড গড়ছেন ইব্রা। গতকাল উদিনেসের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। পেনাল্টিতে করা গোলে সিরি আর ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৬৬ দিনে এই রেকর্ড গড়েছেন এসি মিলান স্ট্রাইকার। তিন দিন আগে প্রায় এক বছর পর জাতীয় দলে আবারও সুযোগ পাওয়ার মুহূর্তটি গোল দিয়ে রাঙালেন।
এত দিন বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি ছিল ইব্রারই ক্লাব পূর্বসূরি আলেসান্দ্রো কোস্তাকুর্তার। ২০০৭ সালে ৪১ বছর ২৫ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন এসি মিলানের সাবেক এই সেন্টার ডিফেন্ডার। ১৬ বছর আগে তাঁর করা রেকর্ডটি এবার নিজের করে নিলেন ইব্রা। চোটের কারণে এবারের মৌসুমে দীর্ঘদিন স্কোয়াডের বাইরে না থাকলে হয়তো আগেই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন সুইডিশ কিংবদন্তি।
রেকর্ডের রাত অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেননি ইব্রা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তাঁর দল। উদিনেসের হয়ে গোল তিনটি করেছেন—রবার্তো পেরেইরা, বেতো ও কিংসলে এহিজিবু।
টি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
২০ মিনিট আগেবাংলাদেশ দল অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আজ। টেস্ট শুরুর আগেই গত রাতে একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
১ ঘণ্টা আগেটেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
২ ঘণ্টা আগে