ব্রাজিলের বিপক্ষে গোল করার পর লাল কার্ড পেয়েছেন ক্যামেরুন অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১: ৩৮
Thumbnail image

অতীতে এমন দৃশ্য ফুটবলে সচরাচর ঘটত—গোল দেওয়ার পর পরনের জার্সি খুলে উদ্‌যাপন করছেন ফুটবলাররা। কিন্তু এখন নিয়ম বদলে গেছে। গোল দেওয়ার পর কোনোভাবেই জার্সি খোলা যাবে না। যদি কোনো ফুটবলার সাহস করেন, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে।

ব্রাজিলের বিপক্ষে গতকাল গোল দেওয়ার পর এমনই ধৃষ্টতা দেখিয়েছেন ভিনসেন্ট আবুবকর। এর শাস্তিস্বরূপ ফলও পেয়েছেন ক্যামেরুনের অধিনায়ক। জার্সি খুলে ফেলার অপরাধে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।

গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বসে ক্যামেরুন। ৯২ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন অধিনায়ক। এর পরই জার্সি খুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড। এর শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে। 

তবে, লাল কার্ড পাওয়ার সময় আবুবকরের মুখে কোনো হতাশা ছিল না। বরং, হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি। হাসিটা অবশ্য থাকারই কথা তাঁর। কেননা, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জয় পায় ক্যামেরুন। এমন স্মরণীয় মুহূর্তের নায়ক আবার তিনি। এ ছাড়া বিশ্বকাপে ২০ বছর পর তাঁর গোলেই প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি। সে হিসাবে হয়তো লাল কার্ডকে তাঁর শাস্তি মনেই হয়নি। মাঠ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতাহর সঙ্গে হাতও মিলিয়েছেন ক্যামেরুনের অধিনায়ক।

লাল কার্ডে আফসোস না থাকলেও দলকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে আবুবকরকে। শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালেও অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়ায় সুইজারল্যান্ড সুযোগ পেয়েছে শেষ ষোলোতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত