নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ সফরে আসবেন—গত মাসে খবরটি জানা গিয়েছিল। তবে দেশের বিদ্যমান তীব্র ডলার সংকটের কারণে আগামী মাসের শুরুতে তাঁর বাংলাদেশ সফর নিয়ে বেশ জটিলতাই তৈরি হয়। এ জটিলতা যে কেটেছে, সেটি গতকাল মার্তিনেজের ফেসবুক পোস্টেই পরিষ্কার হয়েছে।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচি জানিয়ে লিখেছেন, ‘ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান।’
মার্তিনেজের কথায় পরিষ্কার, বাংলাদেশে কয়েক ঘণ্টার জন্য তিনি আসবেন। যাঁর উদ্যোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের ঢাকা সফর, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত আজকের পত্রিকাকে বললেন, ‘(বাংলাদেশ) প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যদি সময় দেন আর মার্তিনেজ রাজি হলে একটা সৌজন্য সাক্ষাৎ হবে। সকালে এসে দুপুরের ফ্লাইটে (ঢাকা থেকে) বেরিয়ে যাবে। আপনাদের দেশে যে তীব্র ডলার সংকট, এর মধ্যেই যে ডিল করলাম, এটাই অনেক কিছু।’
কীভাবে সমস্যার সমাধান হয়েছে, সেটি খুলেই বললেন শতদ্রু, ‘এটা একটা গুড উইল ট্যুর হিসেবে নিয়েছে। শুধু ফ্লাইটের খরচটা দিলেই হচ্ছে। এখানে আলাদা পেমেন্টের কিছু নেই। ওকে বোঝালাম, এই দেশে ডলার সংকট আছে। শুধু বিমানভাড়াটা দিয়ে দিলাম। কলকাতার ইভেন্ট থেকে ওকে বেশি টাকা দিয়ে দিলাম, হয়ে গেল অ্যাডজাস্ট। সে সব ইতিবাচকভাবেই নিয়েছে।’
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ সফরে আসবেন—গত মাসে খবরটি জানা গিয়েছিল। তবে দেশের বিদ্যমান তীব্র ডলার সংকটের কারণে আগামী মাসের শুরুতে তাঁর বাংলাদেশ সফর নিয়ে বেশ জটিলতাই তৈরি হয়। এ জটিলতা যে কেটেছে, সেটি গতকাল মার্তিনেজের ফেসবুক পোস্টেই পরিষ্কার হয়েছে।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মার্তিনেজ ঢাকা ও কলকাতায় নিজের সফরসূচি জানিয়ে লিখেছেন, ‘ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান।’
মার্তিনেজের কথায় পরিষ্কার, বাংলাদেশে কয়েক ঘণ্টার জন্য তিনি আসবেন। যাঁর উদ্যোগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের ঢাকা সফর, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত আজকের পত্রিকাকে বললেন, ‘(বাংলাদেশ) প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যদি সময় দেন আর মার্তিনেজ রাজি হলে একটা সৌজন্য সাক্ষাৎ হবে। সকালে এসে দুপুরের ফ্লাইটে (ঢাকা থেকে) বেরিয়ে যাবে। আপনাদের দেশে যে তীব্র ডলার সংকট, এর মধ্যেই যে ডিল করলাম, এটাই অনেক কিছু।’
কীভাবে সমস্যার সমাধান হয়েছে, সেটি খুলেই বললেন শতদ্রু, ‘এটা একটা গুড উইল ট্যুর হিসেবে নিয়েছে। শুধু ফ্লাইটের খরচটা দিলেই হচ্ছে। এখানে আলাদা পেমেন্টের কিছু নেই। ওকে বোঝালাম, এই দেশে ডলার সংকট আছে। শুধু বিমানভাড়াটা দিয়ে দিলাম। কলকাতার ইভেন্ট থেকে ওকে বেশি টাকা দিয়ে দিলাম, হয়ে গেল অ্যাডজাস্ট। সে সব ইতিবাচকভাবেই নিয়েছে।’
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
২৪ মিনিট আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
১ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
২ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৬ ঘণ্টা আগে