নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিষয়টা এক প্রকার নির্ধারিতই ছিল। গত মৌসুমে শূন্য হাতে মৌসুম শেষ হওয়ার পর শোনা যাচ্ছিল চার মৌসুম ধরে কোচের দায়িত্বে থাকা পর্তুগিজ কোচ মারিও লেমোসকে ছেড়ে দিচ্ছে আবাহনী। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।
২০১৮ সালের ডিসেম্বর থেকে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন লেমোস। প্রথম মৌসুমেই আবাহনীকে তুলেছিলেন এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে। আন্তর্জাতিক সাফল্য পেলেও দেশের ঘরোয়া ফুটবলে চার মৌসুমে লিগ শিরোপা জেতাতে পারেননি লেমোস।
লিগ শিরোপা না জেতা, গত মৌসুমে সাফল্যহীন থাকায় লেমোসের সঙ্গে আর নতুন করে চুক্তি বাড়েনি আবাহনীতে। নিজের ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন লেমোস। আবাহনীকে ধন্যবাদ জানিয়ে লেমোস লিখেছেন, ‘দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েক দিন পর বাংলাদেশে আসব।’
লেমোসের জায়গায় নতুন কোচ নিতেও বেশি সময় নেয়নি আবাহনী। ২০০৭ সালের পর আবারও আকাশি-নীল ডাগআউটে দেখা যাবে আর্জেন্টাইন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে। সবশেষ সাইফ স্পোর্টিংয়ের কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কোচ। সাইফের কোচ থাকা কালে রেফারিকে হত্যার হুমকি দিয়ে নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
শুধু কোচিংয়েই নয়, পরিবর্তন এসেছে আবাহনীর ম্যানেজার পর্যায়েও। দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে সরিয়ে নতুন ম্যানেজার করা হয়েছে সাবেক ফুটবলার ও ফিটনেস ট্রেইনার নজরুল ইসলামকে। সত্যজিৎ দাস রুপু জায়গা পেয়েছেন ক্লাবের ফুটবল কমিটিতে।
বিষয়টা এক প্রকার নির্ধারিতই ছিল। গত মৌসুমে শূন্য হাতে মৌসুম শেষ হওয়ার পর শোনা যাচ্ছিল চার মৌসুম ধরে কোচের দায়িত্বে থাকা পর্তুগিজ কোচ মারিও লেমোসকে ছেড়ে দিচ্ছে আবাহনী। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।
২০১৮ সালের ডিসেম্বর থেকে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন লেমোস। প্রথম মৌসুমেই আবাহনীকে তুলেছিলেন এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে। আন্তর্জাতিক সাফল্য পেলেও দেশের ঘরোয়া ফুটবলে চার মৌসুমে লিগ শিরোপা জেতাতে পারেননি লেমোস।
লিগ শিরোপা না জেতা, গত মৌসুমে সাফল্যহীন থাকায় লেমোসের সঙ্গে আর নতুন করে চুক্তি বাড়েনি আবাহনীতে। নিজের ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন লেমোস। আবাহনীকে ধন্যবাদ জানিয়ে লেমোস লিখেছেন, ‘দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েক দিন পর বাংলাদেশে আসব।’
লেমোসের জায়গায় নতুন কোচ নিতেও বেশি সময় নেয়নি আবাহনী। ২০০৭ সালের পর আবারও আকাশি-নীল ডাগআউটে দেখা যাবে আর্জেন্টাইন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে। সবশেষ সাইফ স্পোর্টিংয়ের কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কোচ। সাইফের কোচ থাকা কালে রেফারিকে হত্যার হুমকি দিয়ে নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
শুধু কোচিংয়েই নয়, পরিবর্তন এসেছে আবাহনীর ম্যানেজার পর্যায়েও। দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে সরিয়ে নতুন ম্যানেজার করা হয়েছে সাবেক ফুটবলার ও ফিটনেস ট্রেইনার নজরুল ইসলামকে। সত্যজিৎ দাস রুপু জায়গা পেয়েছেন ক্লাবের ফুটবল কমিটিতে।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৮ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে