নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপাল, ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল আগেই উঠে গিয়েছিল সাফের ফাইনাল। শুধু অপেক্ষা ছিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হয়। শেষ পর্যন্ত বয়সভিত্তিক সাফের শিরোপার লড়াইয়ে ভারতকে পাচ্ছে বাংলাদেশ।
আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশের কাছে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে একাদশে ৯ পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। যার মধ্যে গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ও উমহেলা মার্মা—এই দুই ফুটবলার বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন।
বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই ভুটানের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল করে বাংলাদেশ। যেখানে বক্সের মধ্যে সৃষ্ট জটলা থেকে জোরালো শটে ১৮ মিনিটে গোল করেন নুসরাত জাহান মিতু। এরপর ৩০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মিতু। মিতুর কর্নার কিক থেকে হেডে গোল করেন ঐশী খাতুন।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায়। ৫৮ মিনিটে গোল করেন তৃষ্ণা রানী। এরপর ৬২ মিনিটে গোলের হালি পূর্ণ করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ঐশী খাতুন। শেষ পর্যন্ত ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত হয়েই ফাইনালে পৌঁছাল বাংলাদেশ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি কমলাপুরে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন মোসাম্মত সাগরিকা ও একটি গোল করেন মোসাম্মত মুনকি আক্তার। এরপর ৪ ফেব্রুয়ারি ভারতকে ১-০ গোলে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কমলাপুরে সেই ম্যাচে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেছিলেন সাগরিকা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকালে ভারত-নেপাল ম্যাচটি ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। সেই অলিখিত সেমিফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী দল। ৫৪ ও ৮১ মিনিটে জোড়া গোল করেন নেহা। একটি করে গোল করেন সুলঞ্জনা পাল ও সিনডি রেমরুতপুই কোলনি।
নেপাল, ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল আগেই উঠে গিয়েছিল সাফের ফাইনাল। শুধু অপেক্ষা ছিল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হয়। শেষ পর্যন্ত বয়সভিত্তিক সাফের শিরোপার লড়াইয়ে ভারতকে পাচ্ছে বাংলাদেশ।
আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশের কাছে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে একাদশে ৯ পরিবর্তন এনেছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। যার মধ্যে গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল ও উমহেলা মার্মা—এই দুই ফুটবলার বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচের একাদশে ছিলেন।
বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই ভুটানের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল করে বাংলাদেশ। যেখানে বক্সের মধ্যে সৃষ্ট জটলা থেকে জোরালো শটে ১৮ মিনিটে গোল করেন নুসরাত জাহান মিতু। এরপর ৩০ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মিতু। মিতুর কর্নার কিক থেকে হেডে গোল করেন ঐশী খাতুন।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায়। ৫৮ মিনিটে গোল করেন তৃষ্ণা রানী। এরপর ৬২ মিনিটে গোলের হালি পূর্ণ করে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ঐশী খাতুন। শেষ পর্যন্ত ভুটানকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত হয়েই ফাইনালে পৌঁছাল বাংলাদেশ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি কমলাপুরে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন মোসাম্মত সাগরিকা ও একটি গোল করেন মোসাম্মত মুনকি আক্তার। এরপর ৪ ফেব্রুয়ারি ভারতকে ১-০ গোলে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কমলাপুরে সেই ম্যাচে নির্ধারিত সময়ের অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেছিলেন সাগরিকা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকালে ভারত-নেপাল ম্যাচটি ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। সেই অলিখিত সেমিফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী দল। ৫৪ ও ৮১ মিনিটে জোড়া গোল করেন নেহা। একটি করে গোল করেন সুলঞ্জনা পাল ও সিনডি রেমরুতপুই কোলনি।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে