ক্রীড়া ডেস্ক
দেশের হয়ে বিশ্বকাপ জেতা প্রত্যেক ফুটবলারের স্বপ্ন। ব্যতিক্রম ছিলেন না সার্জিও আগুয়েরোও। কিন্তু হৃদ্যন্ত্রের চোট অকালে অবসর নিতে বাধ্য করেছে তাঁকে। ফলে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের।
নিজে জিততে না পারলেও জন্মভূমি বিশ্বকাপ জিতুক—এমনটা সব সময়ই চান আগুয়েরো। সম্প্রতি মার্কাকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তবে লিওনেল মেসি-অ্যানহেল দি মারিয়ারা জিততে না পারলে নতুন কোনো দলের হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি। যে দলটি আগে কখনো বিশ্বকাপ জেতেনি।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ জয়ের হাত ছোঁয়া দূরত্বে ছিলেন আগুয়েরো। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যাওয়া তাঁরসহ পুরো আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়। তবে এবার আলবিসেলেস্তারা বিশ্বকাপ জিতুক খুব করেই চাইছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি। যদি নিজ দেশ জিততে না পারে, তাহলে স্পেনের হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি। ম্যানসিটির স্ট্রাইকার বলেছেন, ‘স্পেনের প্রতি আমার সব সময় একধরনের আবেগ কাজ করে। যদি আমার দেশ (আর্জেন্টিনা) বিশ্বকাপ জিততে না পারে, তাহলে লা রোজারা বিশ্বকাপ জিতুক। অথবা অন্য কোনো দল জিতুক, যারা আগে কখনো বিশ্বকাপ জেতেনি।’
যেসব দল আগেও বিশ্বকাপ জিতেছে, তাদের হাতে আবারও শিরোপা দেখতে চান না আগুয়েরো। উদাহরণ হিসেবে কয়েকটি দলের নামও জানিয়েছেন তিনি। এ জন্য নতুন কাউকে চান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘যারা বিশ্বকাপ আগেও জিতেছে, এবারও তারাই জিতুক এমনটা উচিত নয়। ফ্রান্স, জার্মানি, ব্রাজিল—এদের মধ্যে কোনো দল জিতুক চাই না। নতুন দলকে পছন্দ করি।’
১৮ ডিসেম্বরের ফাইনাল আর্জেন্টিনা-স্পেন দেখতে চান কি না—এমন প্রশ্নের উত্তরে আগুয়েরো বলেছেন, ‘অবশ্যই। কোনো সন্দেহ ছাড়াই।’
দেশের হয়ে বিশ্বকাপ জেতা প্রত্যেক ফুটবলারের স্বপ্ন। ব্যতিক্রম ছিলেন না সার্জিও আগুয়েরোও। কিন্তু হৃদ্যন্ত্রের চোট অকালে অবসর নিতে বাধ্য করেছে তাঁকে। ফলে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের।
নিজে জিততে না পারলেও জন্মভূমি বিশ্বকাপ জিতুক—এমনটা সব সময়ই চান আগুয়েরো। সম্প্রতি মার্কাকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তবে লিওনেল মেসি-অ্যানহেল দি মারিয়ারা জিততে না পারলে নতুন কোনো দলের হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি। যে দলটি আগে কখনো বিশ্বকাপ জেতেনি।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ জয়ের হাত ছোঁয়া দূরত্বে ছিলেন আগুয়েরো। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যাওয়া তাঁরসহ পুরো আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়। তবে এবার আলবিসেলেস্তারা বিশ্বকাপ জিতুক খুব করেই চাইছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি। যদি নিজ দেশ জিততে না পারে, তাহলে স্পেনের হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি। ম্যানসিটির স্ট্রাইকার বলেছেন, ‘স্পেনের প্রতি আমার সব সময় একধরনের আবেগ কাজ করে। যদি আমার দেশ (আর্জেন্টিনা) বিশ্বকাপ জিততে না পারে, তাহলে লা রোজারা বিশ্বকাপ জিতুক। অথবা অন্য কোনো দল জিতুক, যারা আগে কখনো বিশ্বকাপ জেতেনি।’
যেসব দল আগেও বিশ্বকাপ জিতেছে, তাদের হাতে আবারও শিরোপা দেখতে চান না আগুয়েরো। উদাহরণ হিসেবে কয়েকটি দলের নামও জানিয়েছেন তিনি। এ জন্য নতুন কাউকে চান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘যারা বিশ্বকাপ আগেও জিতেছে, এবারও তারাই জিতুক এমনটা উচিত নয়। ফ্রান্স, জার্মানি, ব্রাজিল—এদের মধ্যে কোনো দল জিতুক চাই না। নতুন দলকে পছন্দ করি।’
১৮ ডিসেম্বরের ফাইনাল আর্জেন্টিনা-স্পেন দেখতে চান কি না—এমন প্রশ্নের উত্তরে আগুয়েরো বলেছেন, ‘অবশ্যই। কোনো সন্দেহ ছাড়াই।’
৩ নভেম্বর, ২০২৪—মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন ভারতকে তৃতীয় টেস্টে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। এক মাস না যেতে টেস্ট খেলতে নামার আগেই চমকে গেল কিউইরা।
২০ মিনিট আগেশিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
৩ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৬ ঘণ্টা আগে