নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ছিল সৌদি আরব নারী ফুটবল দলের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছিল দলটি। ফেব্রুয়ারিতে আসার কথা ফিলিস্তিনের। এবার তারাও ‘না’ করেছে বাফুফেকে।
ফেব্রুয়ারির উইন্ডো (আন্তর্জাতিক ফুটবলের সময়) শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি থেকে। তখন ঢাকায় আসবে বলে গত মাসে কিরণকে কাতারে নিশ্চিত করেছিলেন ফিলিস্তিন ফুটবলপ্রধান। বাংলাদেশকে কথা দিয়েও শেষ পর্যন্ত ৮ দলের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (ওয়াফ) উইমেন্স চ্যাম্পিয়নশিপে খেলছে ফিলিস্তিন। টুর্নামেন্টটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। বরং এপ্রিল কিংবা জুনের উইন্ডোতে আসার ইচ্ছা দলটির।
শেষ মুহূর্তে বিকল্প দল খুঁজতে হচ্ছে বাফুফেকে। এতে টানা দুটি উইন্ডোতে নারী ফুটবলাররা বঞ্চিত হবেন আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা থেকে। অক্টোবরে শুরু হবে নারী সাফ। সাফের আগে মেয়েদের বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলানোর পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে ধীরে ধীরে। এপ্রিলে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে সিলেট ছাড়া আর কোনো বিকল্প ভেন্যুও নেই। সাফের আগে এপ্রিল, জুন ও সেপ্টেম্বরে উইন্ডো পাবে বাফুফে। কাছাকাছি উইন্ডো হওয়ায় ব্যয় বেশি হবে। তবু মেয়েদের ম্যাচ খেলাতে মরিয়া বাফুফে। প্রয়োজনে সিলেটে হলেও খেলতে চান, এমনটাই আজকের পত্রিকাকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তিনি বলেছেন, ‘দলগুলো শেষ মুহূর্তে না বললে আর কী করার থাকে! আরও কয়েকটি দেশের সঙ্গে এপ্রিলের উইন্ডোতে খেলতে কথা চলছে। আমরা এবার একাধিক দল নিয়ে এগোতে চাই।’
জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ছিল সৌদি আরব নারী ফুটবল দলের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছিল দলটি। ফেব্রুয়ারিতে আসার কথা ফিলিস্তিনের। এবার তারাও ‘না’ করেছে বাফুফেকে।
ফেব্রুয়ারির উইন্ডো (আন্তর্জাতিক ফুটবলের সময়) শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি থেকে। তখন ঢাকায় আসবে বলে গত মাসে কিরণকে কাতারে নিশ্চিত করেছিলেন ফিলিস্তিন ফুটবলপ্রধান। বাংলাদেশকে কথা দিয়েও শেষ পর্যন্ত ৮ দলের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (ওয়াফ) উইমেন্স চ্যাম্পিয়নশিপে খেলছে ফিলিস্তিন। টুর্নামেন্টটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। বরং এপ্রিল কিংবা জুনের উইন্ডোতে আসার ইচ্ছা দলটির।
শেষ মুহূর্তে বিকল্প দল খুঁজতে হচ্ছে বাফুফেকে। এতে টানা দুটি উইন্ডোতে নারী ফুটবলাররা বঞ্চিত হবেন আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা থেকে। অক্টোবরে শুরু হবে নারী সাফ। সাফের আগে মেয়েদের বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলানোর পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে ধীরে ধীরে। এপ্রিলে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে সিলেট ছাড়া আর কোনো বিকল্প ভেন্যুও নেই। সাফের আগে এপ্রিল, জুন ও সেপ্টেম্বরে উইন্ডো পাবে বাফুফে। কাছাকাছি উইন্ডো হওয়ায় ব্যয় বেশি হবে। তবু মেয়েদের ম্যাচ খেলাতে মরিয়া বাফুফে। প্রয়োজনে সিলেটে হলেও খেলতে চান, এমনটাই আজকের পত্রিকাকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তিনি বলেছেন, ‘দলগুলো শেষ মুহূর্তে না বললে আর কী করার থাকে! আরও কয়েকটি দেশের সঙ্গে এপ্রিলের উইন্ডোতে খেলতে কথা চলছে। আমরা এবার একাধিক দল নিয়ে এগোতে চাই।’
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
১৪ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
৪৩ মিনিট আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে