ক্রীড়া ডেস্ক
পেনাল্টিকে ভাগ্য পরীক্ষা বলা হলেও, এর সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িয়ে থাকে আনুষঙ্গিক অনেক কিছু। যিনি পেনাল্টি নেবেন তাঁর উপস্থিত বুদ্ধি, কৌশল ও শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে বদলে যেতে পারে এর গতিপথও। আবার গোলবারের নিচে দাঁড়ানো গোলরক্ষকের বিচক্ষণতার ওপরও নির্ভর করে পেনাল্টির ভাগ্য। তবে এই পেনাল্টি নেওয়া না নেওয়া নিয়ে বিভিন্ন সময় তারকা খেলোয়াড়দের দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে। যার সাম্প্রতিক উদাহরণ হলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
মঁপেলিয়রের প্রথমবার পেনাল্টি মিস করার পর দ্বিতীয় পেনাল্টিটিও নিতে চেয়েছিলেন এমবাপ্পে। তবে তাঁকে সেই পেনাল্টিটি নিতে দেননি নেইমার। আলাপের পর ব্রাজিলিয়ান তারকা নিজেই পেনাল্টি নেন এবং গোল করেন। এরপর পেনাল্টি নেওয়ার ইস্যুতে এমবাপ্পেকে নিয়ে করা একটি সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দিয়ে আলোচনায় আসেন নেইমার। পিএসজি শিবিরেও এই বিষয়টি নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ার খবর শোনা গেছে। তবে খেলোয়াড়দের মাঝে পেনাল্টি শট নেওয়া নিয়ে দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটার দৃষ্টান্ত রয়েছে।
নেইমার বনাম কাভানি
২০১৭ সালে পিএসজিতে এসে নেইমার শুরুতেই দ্বন্দ্বে জড়ান এডিনসন কাভানির সঙ্গে। সেদিন অনেকটা জোর করে নেইমারের কাছ থেকে কেড়ে নিয়ে পেনাল্টি নেন কাভানি। তবে সেই পেনাল্টি শটে গোল করতে পারেননি উরুগুয়েন তারকা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কাভানি। পিএসজির পরের পেনাল্টিটি অবশ্য নেইমারই নিয়েছিলেন এবং তা থেকে তিনি গোলও করেন।
বালোতেল্লি বনাম ইতো-হেন্ডারসন
‘ব্যাড বয়’ খ্যাতি পাওয়া ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লি একাধিকবার পেনাল্টি নেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ান। ২০০৯ সালে ইন্টার মিলানের হয়ে খেলার সময় স্যামুয়েল ইতোকে সরিয়ে নিজেই পেনাল্টি নেওয়ার চেষ্টা করেন। তবে হাভিয়ের জানেত্তির হস্তক্ষেপে ইতোই শেষ পর্যন্ত পেনাল্টি নেওয়ার সুযোগ পান এবং গোল করেন। ২০১৫ সালে বেসিকতাসের বিপক্ষে লিভারপুলের হয়ে খেলার সময় জর্দান হেন্ডারসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি নেন বালোতেল্লি এবং সেই শটে তিনি গোলও করেন। এই ঘটনা নিয়ে স্টিভেন জেরার্ড পরে বলেছিলেন, ‘এটা হেন্ডারসনের প্রতি অসম্মান।’
ভিদাল বনাম বালাক
বেয়ার লেভারকুসেনের হয়ে খেলার সময় আর্তুরো ভিদাল ও মাইকেল বালাক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। বালাকের সঙ্গে ঝগড়া নিয়ে ভিদাল বলেছিলেন, ‘সে আমাকে বল দিতে বলেছিল এবং আমি বলেছি না। আমরা ভালো বন্ধু ছিলাম এবং আমি তাকে এটি দিতে পারতাম। কিন্তু এটা আমাকেই নিতে হয়েছে।’
মেসি বনাম ইব্রা
পেনাল্টি নেওয়া নিয়ে লিওনেল মেসি অবশ্য সেবার জ্লাতন ইব্রাহিমোভিচের সঙ্গে ঝগড়ায় জড়াননি। বরং নিজে সরে দিয়ে ইব্রাকেই পেনাল্টি নিতে দেন আর্জেন্টাইন মহাতারকা।
পেনাল্টিকে ভাগ্য পরীক্ষা বলা হলেও, এর সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িয়ে থাকে আনুষঙ্গিক অনেক কিছু। যিনি পেনাল্টি নেবেন তাঁর উপস্থিত বুদ্ধি, কৌশল ও শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে বদলে যেতে পারে এর গতিপথও। আবার গোলবারের নিচে দাঁড়ানো গোলরক্ষকের বিচক্ষণতার ওপরও নির্ভর করে পেনাল্টির ভাগ্য। তবে এই পেনাল্টি নেওয়া না নেওয়া নিয়ে বিভিন্ন সময় তারকা খেলোয়াড়দের দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে। যার সাম্প্রতিক উদাহরণ হলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
মঁপেলিয়রের প্রথমবার পেনাল্টি মিস করার পর দ্বিতীয় পেনাল্টিটিও নিতে চেয়েছিলেন এমবাপ্পে। তবে তাঁকে সেই পেনাল্টিটি নিতে দেননি নেইমার। আলাপের পর ব্রাজিলিয়ান তারকা নিজেই পেনাল্টি নেন এবং গোল করেন। এরপর পেনাল্টি নেওয়ার ইস্যুতে এমবাপ্পেকে নিয়ে করা একটি সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দিয়ে আলোচনায় আসেন নেইমার। পিএসজি শিবিরেও এই বিষয়টি নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ার খবর শোনা গেছে। তবে খেলোয়াড়দের মাঝে পেনাল্টি শট নেওয়া নিয়ে দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটার দৃষ্টান্ত রয়েছে।
নেইমার বনাম কাভানি
২০১৭ সালে পিএসজিতে এসে নেইমার শুরুতেই দ্বন্দ্বে জড়ান এডিনসন কাভানির সঙ্গে। সেদিন অনেকটা জোর করে নেইমারের কাছ থেকে কেড়ে নিয়ে পেনাল্টি নেন কাভানি। তবে সেই পেনাল্টি শটে গোল করতে পারেননি উরুগুয়েন তারকা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কাভানি। পিএসজির পরের পেনাল্টিটি অবশ্য নেইমারই নিয়েছিলেন এবং তা থেকে তিনি গোলও করেন।
বালোতেল্লি বনাম ইতো-হেন্ডারসন
‘ব্যাড বয়’ খ্যাতি পাওয়া ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লি একাধিকবার পেনাল্টি নেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ান। ২০০৯ সালে ইন্টার মিলানের হয়ে খেলার সময় স্যামুয়েল ইতোকে সরিয়ে নিজেই পেনাল্টি নেওয়ার চেষ্টা করেন। তবে হাভিয়ের জানেত্তির হস্তক্ষেপে ইতোই শেষ পর্যন্ত পেনাল্টি নেওয়ার সুযোগ পান এবং গোল করেন। ২০১৫ সালে বেসিকতাসের বিপক্ষে লিভারপুলের হয়ে খেলার সময় জর্দান হেন্ডারসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি নেন বালোতেল্লি এবং সেই শটে তিনি গোলও করেন। এই ঘটনা নিয়ে স্টিভেন জেরার্ড পরে বলেছিলেন, ‘এটা হেন্ডারসনের প্রতি অসম্মান।’
ভিদাল বনাম বালাক
বেয়ার লেভারকুসেনের হয়ে খেলার সময় আর্তুরো ভিদাল ও মাইকেল বালাক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। বালাকের সঙ্গে ঝগড়া নিয়ে ভিদাল বলেছিলেন, ‘সে আমাকে বল দিতে বলেছিল এবং আমি বলেছি না। আমরা ভালো বন্ধু ছিলাম এবং আমি তাকে এটি দিতে পারতাম। কিন্তু এটা আমাকেই নিতে হয়েছে।’
মেসি বনাম ইব্রা
পেনাল্টি নেওয়া নিয়ে লিওনেল মেসি অবশ্য সেবার জ্লাতন ইব্রাহিমোভিচের সঙ্গে ঝগড়ায় জড়াননি। বরং নিজে সরে দিয়ে ইব্রাকেই পেনাল্টি নিতে দেন আর্জেন্টাইন মহাতারকা।
স্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
১ few সেকেন্ড আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
১ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগে