প্রবাসীদের মাঠে চান বাংলাদেশ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: ম্যাচটা হওয়ার কথা ছিল বাংলাদেশে। ঘরের মাঠে খেলা হলে হয়তো গ্যালারি ভর্তি সমর্থন পেতেন জামাল ভূঁইয়ারা। করোনা তা হতে দেয়নি। ম্যাচ চলে গেছে কাতারে। সেখানে অল্প হলেও সমর্থন পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে জামালদের হয়ে গ্যালারিতে লাল-সবুজ পতাকা উড়াতে পারেন প্রবাসী বাংলাদেশিরা।

মধ্যপ্রাচ্যের দেশ কাতার বাংলাদেশের অন্যতম বড় একটি শ্রমবাজার। সেখানে প্রায় চার লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত। প্রবাসীদের দুই শতাংশও যদি গ্যালারিতে আসেন তাহলে বিদেশের মাটিতে অল্প হলেও দেশের ছোঁয়া পাবে বাংলাদেশ দল। সেই সমর্থনটুকুই চাইছেন জামাল। এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের তলানিতে বাংলাদেশ। ছয় ম্যাচে জামালদের পয়েন্ট ২। সমান ম্যাচে ভারতের পয়েন্ট ৩। ২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে দুই দলের প্রয়োজন জয়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রবাসীদের মাঠে আসার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কাতারে যাঁরা বাংলাদেশি আছেন, দয়া করে মাঠে আসুন, আমাদের সমর্থন করুন। সমর্থন পেলে আশা করি আপনাদের ভালো একটা ফল উপহার দিতে পারব।’

দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আগামী কাল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে ধারণক্ষমতার ৩০ শতাংশ টিকিট ছেড়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। করোনা টিকা নিয়েছেন—এমন প্রবাসীরা চাইলে ২০ কাতারি রিয়াল খরচ করে মাঠে আসতে পারবেন। কাতারের বিপক্ষে গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে এসেছিলেন পাঁচ হাজার বাংলাদেশি প্রবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত