ক্রীড়া ডেস্ক
দারুণ শুরু করা ব্রাজিল একটু পরই ঝিমিয়ে পড়ল। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফিরল কলম্বিয়া। রোমাঞ্চকর ম্যাচ যখন ড্রয়ের পথে, ঠিক তখনই ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ এক গোল। বিআরবি মানে গরিঞ্চা থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দরিভাল জুনিয়রের দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোল জিতল ব্রাজিল।
প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে বার্সেলোনা উইঙ্গার রাফিনহার পেনাল্টিতে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির চার মিনিট আগে সফরকারীদের পক্ষে গোল শোধ করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। তারপর কোনো দলই তেমন সুবিধা করতে পারছিল না। ম্যাচের ৯৯ তম মিনিটে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস।
ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে টানা দুটি ড্রয়ের পর বাছাইয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এক লাফে আপাতত উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ১৩ ম্যাচে ছয় জয়, তিন ড্র ও চার হারে তাদের পয়েন্ট ২১। বাছাইয়ে বাজে শুরু করা দলটি সম্প্রতি ছন্দের দেখা পাচ্ছে। সবশেষ পাঁচ ম্যাচে তারা রয়েছে অপরাজিত।
বল দখলে সামান্য এগিয়ে থাকা ব্রাজিল আক্রমণেও আধিপত্য করে। গোলমুখে তাদের নেওয়া ১৭ শটের সাতটি ছিল লক্ষ্যে। এর মধ্যে বড় সুযোগ ছিল তিনটি, যার দুটিই তারা হাতছাড়া করে। বিপরীতে কলম্বিয়ার গোলমুখে ১০ শট নিয়ে লক্ষ্য রাখতে পারে তিনটি।
ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে লিড পাইয়ে দেন রাফিনিয়া। ডি-বক্সে ভিনিসিয়ুসকে প্রতিপক্ষের ডিফেন্ডার দানিয়েল মুনোজ ফাউল করায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। ৪১ মিনিটে লড়াইয়ে সমতা ফেরান দিয়াজ। এই গোলে দায় আছে ব্রাজিলের বদলি মিডফিল্ডার জোয়েলিন্তনের। নিজেদের ডি-বক্সের বাইরে তিনি জেফারসন লার্মার কাছে বল হারান। তারপর হামেস রদ্রিগেজের পা ঘুরে পাওয়া বল আড়াআড়ি শটে জালে পাঠান দিয়াজ।
বিরতি থেকে ফিরে প্রথম সুযোগ পায় স্বাগতিকেরা। ৪৭ মিনিটে ভিনিসিয়ুসের শট আটকে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। সাত মিনিট পর জোড়া সেভে তিনি স্কোরলাইন রাখেন আগের অবস্থায়। রাফিনিয়ার পর ভিনিসিয়ুসের শটও রুখে দেন। ১০ মিনিট পর ব্রাজিলের জালে বল প্রবেশ করলেও তা বাতিল হয় অফসাইডের কারণে।
৭১ মিনিটে বলের দখল নিতে গিয়ে মাথায় আঘাত পান অ্যালিসন ও দেভিনসন সানচেজ। কিছুটা সময় মাঠে শুয়ে থেকে শুশ্রূষা নেন দুজনই। তবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি কারও পক্ষে। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ার ডিফেন্ডার সানচেজ। হেঁটে মাঠ থেকে বের হওয়া ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকারের জায়গায় সুযোগ পান বেন্তো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিছু সময় খেলা বন্ধ থাকায় পরে ১০ মিনিট যোগ করেন রেফারি।
ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই জ্বলে ওঠেন ভিনিসিয়ুস। তার আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়া ভার্গাসকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল। মাঝপথে লার্মার হেডে বল দিক না পাল্টালে হয়তো নাগালেই পেতেন গোলরক্ষক। কিছুক্ষণ পর বেজে ওঠে শেষ বাঁশি। সেলসাওদের ঠিক ওপরে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলেও শীর্ষে থাকা বর্তমান বিশ্বকাপজয়ীদের অর্জন ২৫ পয়েন্ট। তিনে নেমে যাওয়া উরুগুয়ের পয়েন্ট সমান ম্যাচে ২০। বাংলাদেশ সময় অনুসারে, আগামীকাল ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ছয়ে নেমে যাওয়া কলম্বিয়ার অর্জন ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট।
দারুণ শুরু করা ব্রাজিল একটু পরই ঝিমিয়ে পড়ল। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফিরল কলম্বিয়া। রোমাঞ্চকর ম্যাচ যখন ড্রয়ের পথে, ঠিক তখনই ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ এক গোল। বিআরবি মানে গরিঞ্চা থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দরিভাল জুনিয়রের দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোল জিতল ব্রাজিল।
প্রথমার্ধের ষষ্ঠ মিনিটে বার্সেলোনা উইঙ্গার রাফিনহার পেনাল্টিতে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির চার মিনিট আগে সফরকারীদের পক্ষে গোল শোধ করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। তারপর কোনো দলই তেমন সুবিধা করতে পারছিল না। ম্যাচের ৯৯ তম মিনিটে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়ুস।
ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে টানা দুটি ড্রয়ের পর বাছাইয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এক লাফে আপাতত উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। ১৩ ম্যাচে ছয় জয়, তিন ড্র ও চার হারে তাদের পয়েন্ট ২১। বাছাইয়ে বাজে শুরু করা দলটি সম্প্রতি ছন্দের দেখা পাচ্ছে। সবশেষ পাঁচ ম্যাচে তারা রয়েছে অপরাজিত।
বল দখলে সামান্য এগিয়ে থাকা ব্রাজিল আক্রমণেও আধিপত্য করে। গোলমুখে তাদের নেওয়া ১৭ শটের সাতটি ছিল লক্ষ্যে। এর মধ্যে বড় সুযোগ ছিল তিনটি, যার দুটিই তারা হাতছাড়া করে। বিপরীতে কলম্বিয়ার গোলমুখে ১০ শট নিয়ে লক্ষ্য রাখতে পারে তিনটি।
ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে লিড পাইয়ে দেন রাফিনিয়া। ডি-বক্সে ভিনিসিয়ুসকে প্রতিপক্ষের ডিফেন্ডার দানিয়েল মুনোজ ফাউল করায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। ৪১ মিনিটে লড়াইয়ে সমতা ফেরান দিয়াজ। এই গোলে দায় আছে ব্রাজিলের বদলি মিডফিল্ডার জোয়েলিন্তনের। নিজেদের ডি-বক্সের বাইরে তিনি জেফারসন লার্মার কাছে বল হারান। তারপর হামেস রদ্রিগেজের পা ঘুরে পাওয়া বল আড়াআড়ি শটে জালে পাঠান দিয়াজ।
বিরতি থেকে ফিরে প্রথম সুযোগ পায় স্বাগতিকেরা। ৪৭ মিনিটে ভিনিসিয়ুসের শট আটকে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। সাত মিনিট পর জোড়া সেভে তিনি স্কোরলাইন রাখেন আগের অবস্থায়। রাফিনিয়ার পর ভিনিসিয়ুসের শটও রুখে দেন। ১০ মিনিট পর ব্রাজিলের জালে বল প্রবেশ করলেও তা বাতিল হয় অফসাইডের কারণে।
৭১ মিনিটে বলের দখল নিতে গিয়ে মাথায় আঘাত পান অ্যালিসন ও দেভিনসন সানচেজ। কিছুটা সময় মাঠে শুয়ে থেকে শুশ্রূষা নেন দুজনই। তবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি কারও পক্ষে। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ার ডিফেন্ডার সানচেজ। হেঁটে মাঠ থেকে বের হওয়া ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকারের জায়গায় সুযোগ পান বেন্তো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিছু সময় খেলা বন্ধ থাকায় পরে ১০ মিনিট যোগ করেন রেফারি।
ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই জ্বলে ওঠেন ভিনিসিয়ুস। তার আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়া ভার্গাসকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল। মাঝপথে লার্মার হেডে বল দিক না পাল্টালে হয়তো নাগালেই পেতেন গোলরক্ষক। কিছুক্ষণ পর বেজে ওঠে শেষ বাঁশি। সেলসাওদের ঠিক ওপরে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলেও শীর্ষে থাকা বর্তমান বিশ্বকাপজয়ীদের অর্জন ২৫ পয়েন্ট। তিনে নেমে যাওয়া উরুগুয়ের পয়েন্ট সমান ম্যাচে ২০। বাংলাদেশ সময় অনুসারে, আগামীকাল ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ছয়ে নেমে যাওয়া কলম্বিয়ার অর্জন ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট।
ভারতের গিয়ে একের পর এক ঝামেলার মধ্যে পড়ছে বাংলাদেশ ফুটবল দল। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়ছে প্রস্তুতিতে৷ মানসিকভাবে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না ফুটবলাররা। কিন্তু একটু তো বিরক্তি লাগছেই।
৪ ঘণ্টা আগেহামজা চৌধুরী দলে না থাকলে ভারত ম্যাচ নিয়ে কী ভাবতেন আপনি? অবশ্যই ফেবারিটের তালিকায় রাখতে হতো ভারতকেই। ফেবারিট হিসেবে ভারত এখনো থাকছে; কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ দলে যোগ হয়েছে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার। তাঁকে কেন্দ্রে রেখে যে বাংলাদেশ কষছে দারুণ কিছুর ছক।
৭ ঘণ্টা আগেবছর দু-এক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সাকিব সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি,
১১ ঘণ্টা আগেগুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে
১১ ঘণ্টা আগে