ক্রীড়া ডেস্ক
ক্লাব ছাড়ার বেলায়ও পিএসজির উদ্ধারকর্তা কিলিয়ান এমবাপ্পে। তাঁর জয়সূচক গোলেই গতকাল ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।
দলকে ফাইনালে নেওয়ার আগে অবশ্য পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। ৩৭ মিনিটে তাঁর নেওয়া পেনাল্টি সেভ করে দেন রেঁনের গোলরক্ষক স্টিভ মান্দান্দা। এবারের মৌসুমে তৃতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। তবে ভুলের প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় নেননি তিনি।
পেনাল্টি মিসের তিন মিনিট পরেই দলকে জয়সূচক গোল এনে দিয়েছেন এমবাপ্পে। ফ্যাবিয়ান রুইজের পাস থেকে ৪০ মিনিটে গোল করেন পিএসজির ফরোয়ার্ড। এবারের মৌসুমের ৩৯তম গোলটিতে অবশ্য প্রতিপক্ষের এক ডিফেন্ডারের অবদান রয়েছে। বক্সের ভেতর থেকে এমবাপ্পের শট নেওয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডার ওয়ার্মড ওমারির পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।
এর আগে সেমিফাইনাল ম্যাচের ১২ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। উসমান দেম্বেলের পাওয়া পাসে ফরাসি অধিনায়কের সামনে শুধু রেঁনের গোলরক্ষক ছিলেন। ডান দিকে শট নিলে গোলরক্ষক মান্দান্দার পায়ে লাগার পর বারে প্রতিহত হয়। সে যাত্রায় হতাশ হলেও শেষে দলকে ঠিক জয় এনে দিয়েছেন এমবাপ্পে।
আগামী ২৫ এপ্রিল ফেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রিতপক্ষ লিঁও। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় স্তরের দল ভ্যালেন্সিয়েসকে ৩–০ গোলে হারিয়ে মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করেছিল লিঁও।
ক্লাব ছাড়ার বেলায়ও পিএসজির উদ্ধারকর্তা কিলিয়ান এমবাপ্পে। তাঁর জয়সূচক গোলেই গতকাল ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।
দলকে ফাইনালে নেওয়ার আগে অবশ্য পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। ৩৭ মিনিটে তাঁর নেওয়া পেনাল্টি সেভ করে দেন রেঁনের গোলরক্ষক স্টিভ মান্দান্দা। এবারের মৌসুমে তৃতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। তবে ভুলের প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় নেননি তিনি।
পেনাল্টি মিসের তিন মিনিট পরেই দলকে জয়সূচক গোল এনে দিয়েছেন এমবাপ্পে। ফ্যাবিয়ান রুইজের পাস থেকে ৪০ মিনিটে গোল করেন পিএসজির ফরোয়ার্ড। এবারের মৌসুমের ৩৯তম গোলটিতে অবশ্য প্রতিপক্ষের এক ডিফেন্ডারের অবদান রয়েছে। বক্সের ভেতর থেকে এমবাপ্পের শট নেওয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডার ওয়ার্মড ওমারির পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।
এর আগে সেমিফাইনাল ম্যাচের ১২ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। উসমান দেম্বেলের পাওয়া পাসে ফরাসি অধিনায়কের সামনে শুধু রেঁনের গোলরক্ষক ছিলেন। ডান দিকে শট নিলে গোলরক্ষক মান্দান্দার পায়ে লাগার পর বারে প্রতিহত হয়। সে যাত্রায় হতাশ হলেও শেষে দলকে ঠিক জয় এনে দিয়েছেন এমবাপ্পে।
আগামী ২৫ এপ্রিল ফেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রিতপক্ষ লিঁও। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় স্তরের দল ভ্যালেন্সিয়েসকে ৩–০ গোলে হারিয়ে মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করেছিল লিঁও।
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৯ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগে