পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করে পিএসজিকে ফাইনালে তুললেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৪: ২৩
Thumbnail image

ক্লাব ছাড়ার বেলায়ও পিএসজির উদ্ধারকর্তা কিলিয়ান এমবাপ্পে। তাঁর জয়সূচক গোলেই গতকাল ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।

দলকে ফাইনালে নেওয়ার আগে অবশ্য পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। ৩৭ মিনিটে তাঁর নেওয়া পেনাল্টি সেভ করে দেন রেঁনের গোলরক্ষক স্টিভ মান্দান্দা। এবারের মৌসুমে তৃতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। তবে ভুলের প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় নেননি তিনি।

পেনাল্টি মিসের তিন মিনিট পরেই দলকে জয়সূচক গোল এনে দিয়েছেন এমবাপ্পে। ফ্যাবিয়ান রুইজের পাস থেকে ৪০ মিনিটে গোল করেন পিএসজির ফরোয়ার্ড। এবারের মৌসুমের ৩৯তম গোলটিতে অবশ্য প্রতিপক্ষের এক ডিফেন্ডারের অবদান রয়েছে। বক্সের ভেতর থেকে এমবাপ্পের শট নেওয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডার ওয়ার্মড ওমারির পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।

এর আগে সেমিফাইনাল ম্যাচের ১২ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। উসমান দেম্বেলের পাওয়া পাসে ফরাসি অধিনায়কের সামনে শুধু রেঁনের গোলরক্ষক ছিলেন। ডান দিকে শট নিলে গোলরক্ষক মান্দান্দার পায়ে লাগার পর বারে প্রতিহত হয়। সে যাত্রায় হতাশ হলেও শেষে দলকে ঠিক জয় এনে দিয়েছেন এমবাপ্পে।

আগামী ২৫ এপ্রিল ফেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রিতপক্ষ লিঁও। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় স্তরের দল ভ্যালেন্সিয়েসকে ৩–০ গোলে হারিয়ে মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করেছিল লিঁও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত