ক্রীড়া ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়া নিয়ে তুমুল গুঞ্জন চলছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, এমবাপ্পের লিগ ওয়ান ছাড়া এখন কেবল সময়ের ব্যাপার। এই গুঞ্জনে এবার বাড়তি হাওয়া দিলেন এমবাপ্পে নিজেই।
এমবাপ্পে বলেছেন, মেসি-নেইমার থাকার পরও ফরাসি লিগ ওয়ানকে সেরা মনে করেন না তিনি। এমনকি এমবাপ্পে নিজেও এখনো ফরাসি লিগের খেলোয়াড়।
দলবদলে ঝড় তুলে ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে এসেছিলেন এমবাপ্পে। এরপর নেইমারের সঙ্গে জুটি বেধে পেয়েছেন অনেক সাফল্যও। এবার পিএসজিতে এসেছেন মেসিও। এরপরও লিগ ওয়ানকে সেরা মনে করেন না এমবাপ্পে। এক সাক্ষাতকারে এই ফরাসি তারকা বলেছেন, ‘ফ্রান্সের চ্যাম্পিয়নশিপ বিশ্ব সেরা না। কিন্তু একজন প্রতীকী খেলোয়াড় হিসেবে আমি সব সময় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকেছি এবং লিগকে আরও ওপরে উঠতে সহায়তা করেছি।
এ সময় ক্যারিয়ারের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে এমবাপ্পে হাসিমুখে উত্তর দেন, ‘সবকিছু জেতাই আমার লক্ষ্য।’
মাত্র ২২ বছর বয়সেই এমবাপ্পে বিশ্বজয়ী তারকা। বিশ্বের সেরা খেলোয়াড়ের ছোট তালিকাতেও সহজে জায়গা পাবেন এই ফরাসি তারকা। নিজেকে ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির চেয়ে এগিয়ে রাখতে চান কি না জানতে চাইলে এমবাপ্পে বলেন, ‘কেবল আমি নিজেই না, সবাই জানে। যদি কেউ বলে, সে তাদের (মেসি-রোনালদো) চেয়ে ভালো করতে পারেন। তবে তা অহংকার ও অজ্ঞতার সমতুল্য হবে। এই দুই খেলোয়াড় তুলনাহীন। তারা সব রেকর্ড ভেঙে দিয়েছে। তাঁরা অসধারণ ১০-১৫টি বছর পার করেছে।’
কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়া নিয়ে তুমুল গুঞ্জন চলছে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, এমবাপ্পের লিগ ওয়ান ছাড়া এখন কেবল সময়ের ব্যাপার। এই গুঞ্জনে এবার বাড়তি হাওয়া দিলেন এমবাপ্পে নিজেই।
এমবাপ্পে বলেছেন, মেসি-নেইমার থাকার পরও ফরাসি লিগ ওয়ানকে সেরা মনে করেন না তিনি। এমনকি এমবাপ্পে নিজেও এখনো ফরাসি লিগের খেলোয়াড়।
দলবদলে ঝড় তুলে ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে এসেছিলেন এমবাপ্পে। এরপর নেইমারের সঙ্গে জুটি বেধে পেয়েছেন অনেক সাফল্যও। এবার পিএসজিতে এসেছেন মেসিও। এরপরও লিগ ওয়ানকে সেরা মনে করেন না এমবাপ্পে। এক সাক্ষাতকারে এই ফরাসি তারকা বলেছেন, ‘ফ্রান্সের চ্যাম্পিয়নশিপ বিশ্ব সেরা না। কিন্তু একজন প্রতীকী খেলোয়াড় হিসেবে আমি সব সময় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকেছি এবং লিগকে আরও ওপরে উঠতে সহায়তা করেছি।
এ সময় ক্যারিয়ারের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে এমবাপ্পে হাসিমুখে উত্তর দেন, ‘সবকিছু জেতাই আমার লক্ষ্য।’
মাত্র ২২ বছর বয়সেই এমবাপ্পে বিশ্বজয়ী তারকা। বিশ্বের সেরা খেলোয়াড়ের ছোট তালিকাতেও সহজে জায়গা পাবেন এই ফরাসি তারকা। নিজেকে ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির চেয়ে এগিয়ে রাখতে চান কি না জানতে চাইলে এমবাপ্পে বলেন, ‘কেবল আমি নিজেই না, সবাই জানে। যদি কেউ বলে, সে তাদের (মেসি-রোনালদো) চেয়ে ভালো করতে পারেন। তবে তা অহংকার ও অজ্ঞতার সমতুল্য হবে। এই দুই খেলোয়াড় তুলনাহীন। তারা সব রেকর্ড ভেঙে দিয়েছে। তাঁরা অসধারণ ১০-১৫টি বছর পার করেছে।’
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১৩ ঘণ্টা আগে