ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির অপ্রত্যাশিত দলবদল ফুটবল দুনিয়াকে ওলটপালট করে দিয়েছে। এমনকি এই কদিনে ঘটে যাওয়া ঘটনা নিয়েও আলাদা করে ফুটবল ইতিহাসে একটা অধ্যায় লেখা যেতে পারে। মেসির দলবদলের যে ঝড়, সেটা খুব স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে ফুটবল অর্থনীতিতে। মেসি যখন বার্সেলোনা থেকে প্যারিসে রওনা দিচ্ছিলেন, তখন অর্থবোঝাই এক কাল্পনিক বিমানও একই পথে যাত্রা শুরু করেছিল। জার্সি বিক্রি থেকে শুরু করে সম্প্রচারস্বত্বসহ অনেক জায়গাতেই বিপুল অর্থ নিয়ে এসেছে এই দলবদল।
মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার পরই ক্লাবটির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছিলেন, ফ্রি এজেন্ট মেসি যে আয় প্যারিসে নিয়ে এসেছেন, তা মানুষকে হতভম্ব করে দিতে যথেষ্ট! তবে এই দলবদল বিশেষভাবে তিনটি জায়গায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে—জার্সি বিক্রি, সম্প্রচারস্বত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যম।
জার্সি বিক্রিতে বাজিমাত
মেসি পিএসজির সঙ্গে চুক্তি সইয়ের পরই ১৮ বছর বয়সী জোনাথন বোয়ের নামে এক সমর্থক প্যারিসে ক্লাব অনুমোদিত দোকানে দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন মেসির জার্সি কিনতে। এই জার্সি কিনতে ১৬৫ ইউরো খরচ করতেও তাঁর কোনো আপত্তি ছিল না! ওই সমর্থক বলেছিলেন, ‘জার্সি কিনতেই এখানে এসেছি। এটা পিএসজিতে অনেক অর্থ নিয়ে আসবে। পাশাপাশি এটা সমর্থকদের মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাস ফিরিয়ে আনবে।’
মেসির ৩০ নম্বর জার্সি সামনে আনার আধা ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সব। আরেকটি তথ্য বলছে, সাত মিনিটের মধ্যে মেসির জার্সি বিক্রি হয়েছে দেড় লাখের বেশি। যেটি পিএসজির কোষাগারে বিপুল পরিমাণ অর্থ যোগ করেছে।
সম্প্রচারস্বত্বে বিপুল লাভ
মিডিয়াপ্রো বেরিয়ে যাওয়ার পর গত জুনে ফরাসি শীর্ষ লিগের ৮০ শতাংশ ম্যাচ সম্প্রচারের স্বত্ব লাভ করে আমাজন। এখন মেসির দলবদলের পর তারা বিপুল পরিমাণ লাভ গুনতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পোর্টস মার্কেটিং বিশেষজ্ঞ ভিনসেন্ট চাউদেল। চাউদেল বলেছেন, ‘আমাজন জুনেই ক্রিসমাসের আগাম উপহার পেয়ে গিয়েছিল! আর এখন যা পেল, তাকে বলা যেতে পারে লটারি। খুব কম টাকা দিয়ে তারা অনেক বেশি ম্যাচ দেখাবে। এখন মেসি আসার পর নিশ্চিতভাবেই বড় অঙ্কের লভ্যাংশ ঘরে তুলতে যাচ্ছে আমাজন। এটা তাদের জন্য বিশাল এক জয় হতে যাচ্ছে।’
একটি দিক থেকে অবশ্য আয়ের পরিমাণ খানিকটা কমই হতে যাচ্ছে। চাউদেলের মতে, মেসিকে আনার পর পিএসজি যে লাভ দেখবে, তা নেইমার আসার পর যে লাভ হয়েছিল, তার চেয়ে কিছুটা কমই হবে। সেটি কেন, তার ব্যাখ্যায় চাউদেল বলেছেন, ‘নেইমার পিএসজিতে এসেছিল স্পনসরশিপ চুক্তির কিছু সময় আগে এবং জার্সির চুক্তিও তখন নতুন করে নবায়ন করা হয়েছিল। আর এখন চুক্তিটা আগে থেকেই ২০৩২ সাল পর্যন্ত নিশ্চিত হয়ে আছে।’
ইনস্টাগ্রামে উত্থান
মেসির পিএসজিতে যাওয়ার খবর সামনে আসার পরই ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোয় এর প্রভাব পড়তে শুরু করে। একটি ট্রেকার প্রতিষ্ঠানের হিসাব বলছে, শুক্রবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত পিএসজির অনুসারী বেড়েছে প্রায় ৩ মিলিয়ন, যেখানে ইনস্টাগ্রামে বেড়েছে ২.১ মিলিয়ন এবং ফেসবুকে বেড়েছে ৬ লাখ ১১ হাজার।
আরেকটি হিসাব বলছে, ২৪ ঘণ্টায় ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী বেড়েছে ৪.৫ মিলিয়ন। এটি পিএসজির ব্র্যান্ড ভ্যালুকেও অনেক বাড়িয়ে দিয়েছে। চাউদেলের মতে, সেটি হতে পারে ১০ থেকে ২০ শতাংশ। এর আগে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, মেসি একাই বার্সার এক-তৃতীয়াংশ আয়ের উৎস। ব্র্যান্ডফিন্যান্সের হিসাব বলছে, মেসি চলে যাওয়ায় বার্সার ব্র্যান্ড ভ্যালু কমেছে ১১ শতাংশ।
লিওনেল মেসির অপ্রত্যাশিত দলবদল ফুটবল দুনিয়াকে ওলটপালট করে দিয়েছে। এমনকি এই কদিনে ঘটে যাওয়া ঘটনা নিয়েও আলাদা করে ফুটবল ইতিহাসে একটা অধ্যায় লেখা যেতে পারে। মেসির দলবদলের যে ঝড়, সেটা খুব স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে ফুটবল অর্থনীতিতে। মেসি যখন বার্সেলোনা থেকে প্যারিসে রওনা দিচ্ছিলেন, তখন অর্থবোঝাই এক কাল্পনিক বিমানও একই পথে যাত্রা শুরু করেছিল। জার্সি বিক্রি থেকে শুরু করে সম্প্রচারস্বত্বসহ অনেক জায়গাতেই বিপুল অর্থ নিয়ে এসেছে এই দলবদল।
মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার পরই ক্লাবটির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছিলেন, ফ্রি এজেন্ট মেসি যে আয় প্যারিসে নিয়ে এসেছেন, তা মানুষকে হতভম্ব করে দিতে যথেষ্ট! তবে এই দলবদল বিশেষভাবে তিনটি জায়গায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে—জার্সি বিক্রি, সম্প্রচারস্বত্ব ও সামাজিক যোগাযোগমাধ্যম।
জার্সি বিক্রিতে বাজিমাত
মেসি পিএসজির সঙ্গে চুক্তি সইয়ের পরই ১৮ বছর বয়সী জোনাথন বোয়ের নামে এক সমর্থক প্যারিসে ক্লাব অনুমোদিত দোকানে দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন মেসির জার্সি কিনতে। এই জার্সি কিনতে ১৬৫ ইউরো খরচ করতেও তাঁর কোনো আপত্তি ছিল না! ওই সমর্থক বলেছিলেন, ‘জার্সি কিনতেই এখানে এসেছি। এটা পিএসজিতে অনেক অর্থ নিয়ে আসবে। পাশাপাশি এটা সমর্থকদের মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাস ফিরিয়ে আনবে।’
মেসির ৩০ নম্বর জার্সি সামনে আনার আধা ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সব। আরেকটি তথ্য বলছে, সাত মিনিটের মধ্যে মেসির জার্সি বিক্রি হয়েছে দেড় লাখের বেশি। যেটি পিএসজির কোষাগারে বিপুল পরিমাণ অর্থ যোগ করেছে।
সম্প্রচারস্বত্বে বিপুল লাভ
মিডিয়াপ্রো বেরিয়ে যাওয়ার পর গত জুনে ফরাসি শীর্ষ লিগের ৮০ শতাংশ ম্যাচ সম্প্রচারের স্বত্ব লাভ করে আমাজন। এখন মেসির দলবদলের পর তারা বিপুল পরিমাণ লাভ গুনতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পোর্টস মার্কেটিং বিশেষজ্ঞ ভিনসেন্ট চাউদেল। চাউদেল বলেছেন, ‘আমাজন জুনেই ক্রিসমাসের আগাম উপহার পেয়ে গিয়েছিল! আর এখন যা পেল, তাকে বলা যেতে পারে লটারি। খুব কম টাকা দিয়ে তারা অনেক বেশি ম্যাচ দেখাবে। এখন মেসি আসার পর নিশ্চিতভাবেই বড় অঙ্কের লভ্যাংশ ঘরে তুলতে যাচ্ছে আমাজন। এটা তাদের জন্য বিশাল এক জয় হতে যাচ্ছে।’
একটি দিক থেকে অবশ্য আয়ের পরিমাণ খানিকটা কমই হতে যাচ্ছে। চাউদেলের মতে, মেসিকে আনার পর পিএসজি যে লাভ দেখবে, তা নেইমার আসার পর যে লাভ হয়েছিল, তার চেয়ে কিছুটা কমই হবে। সেটি কেন, তার ব্যাখ্যায় চাউদেল বলেছেন, ‘নেইমার পিএসজিতে এসেছিল স্পনসরশিপ চুক্তির কিছু সময় আগে এবং জার্সির চুক্তিও তখন নতুন করে নবায়ন করা হয়েছিল। আর এখন চুক্তিটা আগে থেকেই ২০৩২ সাল পর্যন্ত নিশ্চিত হয়ে আছে।’
ইনস্টাগ্রামে উত্থান
মেসির পিএসজিতে যাওয়ার খবর সামনে আসার পরই ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোয় এর প্রভাব পড়তে শুরু করে। একটি ট্রেকার প্রতিষ্ঠানের হিসাব বলছে, শুক্রবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত পিএসজির অনুসারী বেড়েছে প্রায় ৩ মিলিয়ন, যেখানে ইনস্টাগ্রামে বেড়েছে ২.১ মিলিয়ন এবং ফেসবুকে বেড়েছে ৬ লাখ ১১ হাজার।
আরেকটি হিসাব বলছে, ২৪ ঘণ্টায় ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী বেড়েছে ৪.৫ মিলিয়ন। এটি পিএসজির ব্র্যান্ড ভ্যালুকেও অনেক বাড়িয়ে দিয়েছে। চাউদেলের মতে, সেটি হতে পারে ১০ থেকে ২০ শতাংশ। এর আগে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, মেসি একাই বার্সার এক-তৃতীয়াংশ আয়ের উৎস। ব্র্যান্ডফিন্যান্সের হিসাব বলছে, মেসি চলে যাওয়ায় বার্সার ব্র্যান্ড ভ্যালু কমেছে ১১ শতাংশ।
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২ মিনিট আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
২ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২ ঘণ্টা আগে