ম্যাচের আগে প্যারাস্যুট কর্মীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২১, ১৩: ৫৮
আপডেট : ১৬ জুন ২০২১, ১৭: ১৬

ঢাকা : হঠাৎ প্যারাস্যুট থেকে কাউকে নামতে দেখে মনে হতে পারে কোনো প্যারাগ্লাইডার মাটিতে নামছেন! কিন্তু আসলে সেটি নয়। মিউনিখে কাল ফ্রান্স-জার্মানি ম্যাচ শুরুর আগে ম্যাক্স মেরিল নামে গ্রিনপিসের এক কর্মী প্যারাস্যুট থেকে মাঠে পড়ে যান। ভূপতিত হওয়ার পরেই দর্শকদের তোপের মুখে পড়েন ম্যাক্স। এতে অবশ্য আহত হয়েছেন দর্শকই। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে।

কাল ম্যাক্স যে প্যারাস্যুট নিয়ে মাঠে নেমেছিলেন, তাতে লেখা ছিল ‘কিক আউট অয়েল’, যেটা ছিল ইউরোর অন্যতম পৃষ্ঠপোষক জার্মানির গাড়ি কোম্পানি ভক্সওয়াগনের বিরুদ্ধে প্রতিবাদ। ভক্সওয়াগন যেন পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করে, তার বিরুদ্ধে ছিল এই প্রতিবাদ। কাল ম্যাচ শুরুর আগে ড্রোন ক্যামেরার সঙ্গে ম্যাক্সের প্যারাস্যুটে পেঁচিয়ে মাটিতে পড়ে যান। তখনই মাঠে থাকা দর্শকদের সঙ্গে ধস্তাধস্তি হয় ম্যাক্সের। কিছু দর্শক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কোনোরকমে পালিয়ে বাঁচেন ম্যাক্স।

উয়েফা এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। ইউরোপিয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কাল এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপারটি আরও ভয়াবহ হতে পারত। অনেক দর্শক বিপদে পড়তে পারতেন, অল্পের ওপর দিয়ে ঘটে গেছে। এ ধরনের বিপজ্জনক ও ভয়ংকর ঘটনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত