ম্যানসিটিতে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য আসেননি গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একপেশে দাপট দেখাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে একের পর এক শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ। তবে লিগে এত সাফল্যের পরও একটা আক্ষেপ রয়েই গেছে ম্যানসিটি সমর্থকদের। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি সিটির। 

গার্দিওলার দারুণ সাফল্যও ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব জিততে না পারার আক্ষেপকে আড়াল করতে পারছে না। তবে গার্দিওলা নিজে অবশ্য চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা নিয়ে খুব বেশি ভাবিত নন। এই শিরোপা জেতাতে সিটি কর্তৃপক্ষ তাঁকে কোচ করে আনেননি বলে মন্তব্য করেছেন তিনি। 

একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জেতার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে গার্দিওলার সিটিকে। একবার হারতে হয়েছে ফাইনালে ওঠে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন গার্দিওলা। সাবেক এই বার্সেলোনা কোচ বলেছেন, ‘মানুষ মনে করতে পারে আমি অজুহাত দিচ্ছি, তবে আমি এখানে চ্যাম্পিয়নস লিগ জিততে আসিনি। মালিকেরা আমাকে এটি জেতার কথা বলেনি। অবশ্যই তারা এটা চায়। আর আমি হচ্ছি প্রথমজন যে এটি জিততে চায়। তবে এমনটা আমি বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনায় চেয়েছিলাম। বার্সায় এই শিরোপা আমি দুইবার জিতেছি।’ 

শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, মৌসুমে সবগুলো শিরোপা জিততে উন্মুখ গার্দিওলা। তিনি আরও বলেছেন, ‘প্রতি বছর আমরা চারটি শিরোপায় জিততে চায়। আর আমি যদি ৩০ বছর ধরে কোচ থাকি, আমি প্রতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে চাইব। তবে আমি যখন দুই বছর বার্সা এবং তিন বছর বায়ার্নে ব্যর্থ হয়েছি তখন নিজেকে ব্যর্থ অনুভব করিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত