বিলবোর্ডে ধাক্কা লেগে হাসপাতালে সাফ জয়ী ঋতুপর্ণা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯: ২৭
Thumbnail image

শিরোপা নিয়ে বীরের বেশে নেপাল থেকে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিজি ৩৭২ ফ্লাইটে দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সাবিনা খাতুনের দল।

এরপর ছাদখোলা বাসে নারী দল রওনা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্দেশ্যে। তবে এমন উৎসবমুখর দিনেও এসেছে দুঃসংবাদ। রাস্তায় থাকা বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তখনই টিম বাস থেকে তাঁকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঋতুপর্ণার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘বাসে করে মতিঝিল যাওয়ার পথে হোটেল রেডিসনের সামনে বিলবোর্ডের কোনায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছে ঋতুপর্ণা। তখনই টিম বাস থেকে তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।’

পরে বাফুফে সূত্রে জানা গেছে, ঋতুপর্ণার কপালে ৩টি সেলাই পড়েছে। মাথায় ব্যান্ডেজ লাগানোর পর হাসপাতালও ছেড়েছেন তিনি। এই মহূর্তে বাফুফে ভবনে আছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত