প্রথম দিনে মাঠে নামছে বসুন্ধরা কিংস ও মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
দুই দিন আগে চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয় কিংস-মোহামেডান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এবার প্রিমিয়ার লিগ হবে বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহ, কুমিল্লা ও মুন্সিগঞ্জে। ভেন্যুর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে। আর নতুন ভেন্যু গাজিপুরের শহীদ বরকত স্টেডিয়াম।

উদ্বোধনী দিনে মুন্সিগঞ্জে ব্রাদার্স খেলবে পুলিশের বিপক্ষে। গাজীপুরে ওয়ান্ডারার্সের প্রতিপক্ষ মোহামেডান। আর কিংস অ্যারেনায় স্বাগতিকরা খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

১০ দলের বিপরীতে পাঁচ ভেন্যু হওয়ায় দুটি করে ক্লাব এক ভেন্যুকে হোম হিসেবে পেয়েছে। সে হিসেবে মোহামেডান ও আবাহনীর হোম ভেন্যু কুমিল্লা, কিংস ও ফার্টিসের হোমভেন্যু কিংস অ্যারেনা, ব্রাদার্স ও রহমতগঞ্জের হোম ভেন্যু মুন্সিগঞ্জ। দুই নবাগত ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্সের হোম ভেন্যু গাজীপুর এবং চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের হোম ভেন্যু ময়মনসিংহ।

সূচি অনুযায়ী, সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। এদিকে ৩ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। সপ্তাহে একদিন মঙ্গলবার হবে এই প্রতিযোগিতার ম্যাচ।

গত ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত