জিদান কি মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: দিন দিন যেন হতাশা গ্রাস করছে জিনেদিন জিদানকে। হতাশা আরও বেড়েছে পরশু স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। চোটজর্জর রিয়ালকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন জিজু। ক্লান্ত জিদান আগামী মৌসুমের আগেই রিয়ালের কোচের দায়িত্ব ছাড়তে পারেন, এমন গুঞ্জন জোরাল।

জিদানের বিকল্পও নাকি দেখতে শুরু করেছে রিয়াল। সম্ভাব্য কোচের তালিকায় রিয়ালের ভাবনায় আছে রাউল গঞ্জালেস, জোয়াকিম লো ও মাসেমিলানো পেলেগ্রির মতো তারকা কোচরা।

গত সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হয়েছিল করোনা মহামারিতেই। এরপর একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে জিদানকে। খেলোয়াড়দের চোটের সঙ্গে ব্যস্ত সূচি, মাঠ ও মাঠের বাইরে নানা সমালোচনায় জর্জরিত রিয়ালের হ্যাটট্রিক শিরোপাজয়ী এই কোচ। পরশু স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে কৌশলগত ভুলের হার যেন সেই আগুনে ঘি ঢেলেছে! টানা ১২ মাসের ব্যস্ততার সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্লান্তি যেন ঘিরে ধরেছে জিদানকে।

জিদান যদি শেষমেশ চলেই যান বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ যুব দলের ম্যানেজারের দায়িত্বে থাকা রাউল হতে পারে তাদের প্রথম পছন্দ। এই গ্রীষ্মেই জার্মানির দায়িত্ব ছেড়ে দেওয়া লোও আছেন পছন্দের তালিকায়। তালিকায় আছেন সাবেক জুভেন্টাস কোচ অ্যালেগ্রিও। রিয়ালের পরবর্তী কোচ কে, সে প্রসঙ্গ পরে। আগে তো নিশ্চিত হতে হবে জিদান আসলেই রিয়াল ছাড়ছেন কি না!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত