ক্রীড়া ডেস্ক
ঢাকা: দিন দিন যেন হতাশা গ্রাস করছে জিনেদিন জিদানকে। হতাশা আরও বেড়েছে পরশু স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। চোটজর্জর রিয়ালকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন জিজু। ক্লান্ত জিদান আগামী মৌসুমের আগেই রিয়ালের কোচের দায়িত্ব ছাড়তে পারেন, এমন গুঞ্জন জোরাল।
জিদানের বিকল্পও নাকি দেখতে শুরু করেছে রিয়াল। সম্ভাব্য কোচের তালিকায় রিয়ালের ভাবনায় আছে রাউল গঞ্জালেস, জোয়াকিম লো ও মাসেমিলানো পেলেগ্রির মতো তারকা কোচরা।
গত সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হয়েছিল করোনা মহামারিতেই। এরপর একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে জিদানকে। খেলোয়াড়দের চোটের সঙ্গে ব্যস্ত সূচি, মাঠ ও মাঠের বাইরে নানা সমালোচনায় জর্জরিত রিয়ালের হ্যাটট্রিক শিরোপাজয়ী এই কোচ। পরশু স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে কৌশলগত ভুলের হার যেন সেই আগুনে ঘি ঢেলেছে! টানা ১২ মাসের ব্যস্ততার সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্লান্তি যেন ঘিরে ধরেছে জিদানকে।
জিদান যদি শেষমেশ চলেই যান বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ যুব দলের ম্যানেজারের দায়িত্বে থাকা রাউল হতে পারে তাদের প্রথম পছন্দ। এই গ্রীষ্মেই জার্মানির দায়িত্ব ছেড়ে দেওয়া লোও আছেন পছন্দের তালিকায়। তালিকায় আছেন সাবেক জুভেন্টাস কোচ অ্যালেগ্রিও। রিয়ালের পরবর্তী কোচ কে, সে প্রসঙ্গ পরে। আগে তো নিশ্চিত হতে হবে জিদান আসলেই রিয়াল ছাড়ছেন কি না!
ঢাকা: দিন দিন যেন হতাশা গ্রাস করছে জিনেদিন জিদানকে। হতাশা আরও বেড়েছে পরশু স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। চোটজর্জর রিয়ালকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন জিজু। ক্লান্ত জিদান আগামী মৌসুমের আগেই রিয়ালের কোচের দায়িত্ব ছাড়তে পারেন, এমন গুঞ্জন জোরাল।
জিদানের বিকল্পও নাকি দেখতে শুরু করেছে রিয়াল। সম্ভাব্য কোচের তালিকায় রিয়ালের ভাবনায় আছে রাউল গঞ্জালেস, জোয়াকিম লো ও মাসেমিলানো পেলেগ্রির মতো তারকা কোচরা।
গত সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হয়েছিল করোনা মহামারিতেই। এরপর একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে জিদানকে। খেলোয়াড়দের চোটের সঙ্গে ব্যস্ত সূচি, মাঠ ও মাঠের বাইরে নানা সমালোচনায় জর্জরিত রিয়ালের হ্যাটট্রিক শিরোপাজয়ী এই কোচ। পরশু স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে কৌশলগত ভুলের হার যেন সেই আগুনে ঘি ঢেলেছে! টানা ১২ মাসের ব্যস্ততার সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্লান্তি যেন ঘিরে ধরেছে জিদানকে।
জিদান যদি শেষমেশ চলেই যান বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ যুব দলের ম্যানেজারের দায়িত্বে থাকা রাউল হতে পারে তাদের প্রথম পছন্দ। এই গ্রীষ্মেই জার্মানির দায়িত্ব ছেড়ে দেওয়া লোও আছেন পছন্দের তালিকায়। তালিকায় আছেন সাবেক জুভেন্টাস কোচ অ্যালেগ্রিও। রিয়ালের পরবর্তী কোচ কে, সে প্রসঙ্গ পরে। আগে তো নিশ্চিত হতে হবে জিদান আসলেই রিয়াল ছাড়ছেন কি না!
চ্যাম্পিয়নস লিগে আজ রাতে নামছে দুই হেভিওয়েট দল লিভারপুল ও বার্সেলোনা। তবে মুখোমুখি নয়, তাদের দেখা যাবে ভিন্ন দুই ম্যাচে। বার্সেলোনা খেলবে বেনফিকার বিপক্ষে। লিভারপুলের প্রতিপক্ষ লিল। অস্ট্রেলিয়ান ওপেনেরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে
১ ঘণ্টা আগেভারতের ঘরোয়া ক্রিকেট থেকে বিরাট কোহলি যে একেবারে বিচ্ছিন্ন, তা নয়। প্রতি বছরই তাঁকে দেখা যায় আইপিএল খেলতে। তবে রঞ্জি ট্রফির প্রসঙ্গ যখন আসে, তখন ক্যালেন্ডারের পাতা উল্টে চলে যেতে হবে ২০১২ সালের নভেম্বরে।
১ ঘণ্টা আগেদেশের মাঠে খেলার সুযোগ না হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে প্রায়ই। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে আগেই দল পেয়েছেন সাকিব। এবার তামিম ইকবালও নাম লিখিয়েছেন এই লিগে। দুই জনে খেলবেন দুটি ভিন্ন দলের হয়ে।
২ ঘণ্টা আগেরানপ্রসবা উইকেট হলেও শেষ ওভারে ২৩ রান তোলা সহজসাধ্য নয়। বোলিংয়ে আবার অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। কিন্তু দেয়ালে পিঠ ঠেকলে সামনে কী আছে, সেটি তো দেখার সুযোগ থাকে না। দলকে বাঁচাতে বুড়ো সামিউল্লাহ সিনওয়ারি প্রথম বল উড়িয়ে ফেললেন বাউন্ডারির বাইরে। পরের বল ওয়াইড, দ্বিতীয় বলে আফগান অলরাউন্ডার মারলেন চার। ২ বল
৩ ঘণ্টা আগে