ক্রীড়া ডেস্ক
মাছ ধরার শখ অনেকেই লালন করে থাকেন। অনেক তারকা ফুটবলারও লালন করে থাকেন এই শখ। সময়-সুযোগ মিলে গেলে তাঁরাও নেমে পড়েন মাছ ধরতে। মাছ ধরতে পছন্দ করেন যেসব খেলোয়াড়, তাঁদের মধ্যে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও আগুয়েরো, ডেভিড বেকহামসহ অনেক বর্তমান ও সাবেক তারকা ফুটবলার।
ক্রিস্টিয়ানো রোনালদো
যে শহরে রোনালদোর জন্ম ও বেড়ে ওঠা, সেই মাদেইরা মাছ ধরার জন্য বিখ্যাত। তাই মাছ ধরার কিছু কৌশল যে রোনালদোর জানা থাকবে তা স্বাভাবিকই। মাদেরাতেই মাছ ধরতে দেখা গেছে রোনালদোকে।
সার্জিও আগুয়েরো
কদিন আগে হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি ফুটবলারও অবসরে মাছ ধরতে পছন্দ করেন। ২০১৪ সালে চোটে পড়ে পাওয়া বিরতিতে মাছ ধরতে দেখা গেছে তাঁকে। এরপর থেকে ছুটি পেলেই মাছ ধরতে চলে যান এই আর্জেন্টাইন তারকা। সম্প্রতি এসকুইনা ভ্রমণকালেও বড়সড় এক মাছ হাতে দেখা গেছে তাঁকে।
ডেভিড বেকহাম
২০১৬ সালে ডেভিড বেকহামের স্যামন ধরার ছবি বেশ বিখ্যাত হয়েছিল। মাছ হাতে ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন এই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি। এখনো হয়তো সুযোগ পেলে মাছ ধরতে ছুটে যান বেকহাম।
জ্লাতান ইব্রাহিমোভিচ
ফুটবলে অনেকবার নিজেকে সেরা ঘোষণা করে আলোচনায় এসেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে তিনি চাইলে নিজেকে সেরা ‘ফিশারম্যান’ও ঘোষণা করতে পারেন। মাছ ধরার জন্য সুইডেনে নিজের একটি দিঘিও যে আছে ইব্রাহিমোভিচের। এমনকি ইব্রার পিঠে মাছের একটি ট্যাটুও করা আছে।
রবিন ফন পার্সি
মাছ ধরা নিয়ে মজার এক অভিজ্ঞতা আছে ডাচ কিংবদন্তি রবিন ফন পার্সির। ২০১৫ সালে তুরস্কে পারিবারিক এক ভ্রমণের সময় গভীর সমুদ্রে মাছ ধরতে যান ফন পার্সি। সে সময় অবিশ্বাস্যভাবে একটি হাঙর ধরে ফেলেন তিনি। সেটা নিজের জীবনে সবচেয়ে সেরা মাছ ধরার দিন বলেও ঘোষণা দেন তিনি।
মাছ ধরার শখ অনেকেই লালন করে থাকেন। অনেক তারকা ফুটবলারও লালন করে থাকেন এই শখ। সময়-সুযোগ মিলে গেলে তাঁরাও নেমে পড়েন মাছ ধরতে। মাছ ধরতে পছন্দ করেন যেসব খেলোয়াড়, তাঁদের মধ্যে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও আগুয়েরো, ডেভিড বেকহামসহ অনেক বর্তমান ও সাবেক তারকা ফুটবলার।
ক্রিস্টিয়ানো রোনালদো
যে শহরে রোনালদোর জন্ম ও বেড়ে ওঠা, সেই মাদেইরা মাছ ধরার জন্য বিখ্যাত। তাই মাছ ধরার কিছু কৌশল যে রোনালদোর জানা থাকবে তা স্বাভাবিকই। মাদেরাতেই মাছ ধরতে দেখা গেছে রোনালদোকে।
সার্জিও আগুয়েরো
কদিন আগে হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি ফুটবলারও অবসরে মাছ ধরতে পছন্দ করেন। ২০১৪ সালে চোটে পড়ে পাওয়া বিরতিতে মাছ ধরতে দেখা গেছে তাঁকে। এরপর থেকে ছুটি পেলেই মাছ ধরতে চলে যান এই আর্জেন্টাইন তারকা। সম্প্রতি এসকুইনা ভ্রমণকালেও বড়সড় এক মাছ হাতে দেখা গেছে তাঁকে।
ডেভিড বেকহাম
২০১৬ সালে ডেভিড বেকহামের স্যামন ধরার ছবি বেশ বিখ্যাত হয়েছিল। মাছ হাতে ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন এই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি। এখনো হয়তো সুযোগ পেলে মাছ ধরতে ছুটে যান বেকহাম।
জ্লাতান ইব্রাহিমোভিচ
ফুটবলে অনেকবার নিজেকে সেরা ঘোষণা করে আলোচনায় এসেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে তিনি চাইলে নিজেকে সেরা ‘ফিশারম্যান’ও ঘোষণা করতে পারেন। মাছ ধরার জন্য সুইডেনে নিজের একটি দিঘিও যে আছে ইব্রাহিমোভিচের। এমনকি ইব্রার পিঠে মাছের একটি ট্যাটুও করা আছে।
রবিন ফন পার্সি
মাছ ধরা নিয়ে মজার এক অভিজ্ঞতা আছে ডাচ কিংবদন্তি রবিন ফন পার্সির। ২০১৫ সালে তুরস্কে পারিবারিক এক ভ্রমণের সময় গভীর সমুদ্রে মাছ ধরতে যান ফন পার্সি। সে সময় অবিশ্বাস্যভাবে একটি হাঙর ধরে ফেলেন তিনি। সেটা নিজের জীবনে সবচেয়ে সেরা মাছ ধরার দিন বলেও ঘোষণা দেন তিনি।
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২০ মিনিট আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
২ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
৩ ঘণ্টা আগে