মেসির জার্সি পেয়ে স্বপ্নপূরণ ৭ গোল হজম করা গোলরক্ষকের 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১০: ৩৫
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১২: ৫৬

কুরাকাওকে গতকাল গোলবন্যায় ভাসিয়েছে আর্জেন্টিনা। ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে আকাশি-নীলরা। তবু এই ম্যাচে স্বপ্ন পূরণ হয়েছে কুরাকাও গোলরক্ষক এলয় রুমের।

নিত্যনতুন মাইলফলক স্পর্শ করতেই যেন পছন্দ লিওনেল মেসির। আগের ম্যাচে ৮০০-এর মাইলফলক ছুঁয়ে মেসি এবার করেছেন সেঞ্চুরি। এই সেঞ্চুরির রেকর্ডে আর্জেন্টাইনদের মধ্যে তিনিই প্রথম।

মাদ্রি দি সিউদাসেস স্টেডিয়ামে গতকাল ভোরে প্রীতি ম্যাচে কুরাকাওয়ের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। গোলবন্যার এই ম্যাচে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। ৭-০ গোলে হারার পর জার্সি বিনিময় করেন মেসি ও রুম। মেসির জার্সি পাওয়া রুমের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ম্যাচ শেষে টিওআইসিকে কুরাকাও গোলরক্ষক বলেছেন, ‘মেসির জার্সি সত্যিই বিশেষ কিছু। জার্সি পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। প্রত্যেকেই মেসির ভক্ত এবং আমি তার বিপক্ষে খেলেছি। সে আমার বিপক্ষে গোল করেছে। তবে তার কিছু শট আমি ঠেকিয়েছি। ম্যাচ শেষে সে (মেসি) আমাকে তা বলেছে। আমার কাছে তা বিশেষ কিছু।’

কুরাকাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে প্রথম আর্জেন্টাইন হিসেবে সেঞ্চুরি করেন মেসি। ১৭৪ ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের গোল ১০২। তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে সেঞ্চুরি করা তৃতীয় ফুটবলার আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত