ক্রীড়া ডেস্ক, ঢাকা
শেষ হয়েও হলো না শেষ! লিওনেল মেসি-বার্সেলোনার সম্পর্কের গল্পটা প্রতি মুহূর্তেই রূপ বদলাচ্ছে। যখন থাকার কথা তখন আসল বিদায়ী ঘোষণা, যখন চলছে যাচ্ছেন তখন শোনা যাচ্ছে থেকে যাওয়ার গুঞ্জন। অথচ বিদায়ী সংবাদ সম্মেলন করে বার্সার সঙ্গে সম্পর্কের ইতিও টেনে ফেলেছেন মেসি। যখন আর কোনো নাটকীয়তাই সম্ভব বলে মনে হচ্ছে না, তখন আর্জেন্টিনা ও স্পেনের কিছু সংবাদমাধ্যম বলছে মেসিকে ধরে রাখার শেষ চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি।
এ জন্য মেসিকে নাকি নতুন চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে। স্প্যানিশ চ্যানেল বেতেভে এই খবরটি সবার সামনে নিয়ে এসেছে। চ্যানেলটির অনুষ্ঠান ‘লা পোর্তেরিয়া’তে বলা হয়েছে, মেসিকে আটকে রাখার শেষ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা। বার্সেলোনার নতুন প্রধান নির্বাহী ফেরান রেভেরতার প্রস্তাবটি নিয়ে গেছেন মেসির কাছে। বেতেভে আরও জানিয়েছে, মেসির এজেন্ট ও তাঁর বাবা হোর্হে মেসির সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে মেসির বার্সাতে থাকার ব্যাপারে কথা বলেছেন রেভেরতার।
চুক্তির প্রস্তাব নিয়ে যাওয়ার ব্যাপারে খবর প্রচার করছে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমও। তারা অবশ্য বলছে, প্রস্তাবটা দিতে বার্সা অনেক দেরি করে ফেলেছে। আর্জেন্টিনার পত্রিকা ওলেও জানিয়েছে, নতুন এই প্রস্তাব নিয়ে বার্সার আরও আগে যাওয়া উচিত ছিল। এদিকে পিএসজির সঙ্গে মেসির চুক্তির সবকিছুই একরকম চূড়ান্ত। প্যারিস বিমান বন্দরের বাইরে ভিড় জমিয়েছেন মেসির ভক্তরাও। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
শেষ হয়েও হলো না শেষ! লিওনেল মেসি-বার্সেলোনার সম্পর্কের গল্পটা প্রতি মুহূর্তেই রূপ বদলাচ্ছে। যখন থাকার কথা তখন আসল বিদায়ী ঘোষণা, যখন চলছে যাচ্ছেন তখন শোনা যাচ্ছে থেকে যাওয়ার গুঞ্জন। অথচ বিদায়ী সংবাদ সম্মেলন করে বার্সার সঙ্গে সম্পর্কের ইতিও টেনে ফেলেছেন মেসি। যখন আর কোনো নাটকীয়তাই সম্ভব বলে মনে হচ্ছে না, তখন আর্জেন্টিনা ও স্পেনের কিছু সংবাদমাধ্যম বলছে মেসিকে ধরে রাখার শেষ চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি।
এ জন্য মেসিকে নাকি নতুন চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে। স্প্যানিশ চ্যানেল বেতেভে এই খবরটি সবার সামনে নিয়ে এসেছে। চ্যানেলটির অনুষ্ঠান ‘লা পোর্তেরিয়া’তে বলা হয়েছে, মেসিকে আটকে রাখার শেষ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা। বার্সেলোনার নতুন প্রধান নির্বাহী ফেরান রেভেরতার প্রস্তাবটি নিয়ে গেছেন মেসির কাছে। বেতেভে আরও জানিয়েছে, মেসির এজেন্ট ও তাঁর বাবা হোর্হে মেসির সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে মেসির বার্সাতে থাকার ব্যাপারে কথা বলেছেন রেভেরতার।
চুক্তির প্রস্তাব নিয়ে যাওয়ার ব্যাপারে খবর প্রচার করছে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমও। তারা অবশ্য বলছে, প্রস্তাবটা দিতে বার্সা অনেক দেরি করে ফেলেছে। আর্জেন্টিনার পত্রিকা ওলেও জানিয়েছে, নতুন এই প্রস্তাব নিয়ে বার্সার আরও আগে যাওয়া উচিত ছিল। এদিকে পিএসজির সঙ্গে মেসির চুক্তির সবকিছুই একরকম চূড়ান্ত। প্যারিস বিমান বন্দরের বাইরে ভিড় জমিয়েছেন মেসির ভক্তরাও। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
২ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৩ ঘণ্টা আগে