ক্রীড়া ডেস্ক
খেলার মাঠে কখনো যে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদেননি, তা নয়। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হারার পর তাঁর কান্নাভেজা চোখের ছবি এখনো টাটকা। ইউরোতে গত রাতে আবারও অঝোরে কাঁদতে দেখা গেছে।
ফ্রাঙ্কফুর্টে গত রাতে ইউরোতে শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন ডি বক্সের মধ্যে ফাউল করা হয় পর্তুগিজ উইঙ্গার ডিয়েগো জোতাকে। পেনাল্টি থেকে অন টার্গেটে জোরালো শট নেন রোনালদো। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিসের ঘটনা যেন রোনালদো ভুলতেই পারছিলেন না। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড স্বদেশী এক গণমাধ্যমকে বলেন, ‘নি: সন্দেহে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’
২০ বছরের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন রোনালদো। তবে এবার গোল করতে না পারায় রীতিমতো ভেঙে পড়েছেন। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও। পর্তুগিজ গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘শক্তিশালী লোকদেরও বাজে সময় আসে। যখন দলের প্রয়োজন ছিল, তখন আমি সবচেয়ে বাজে অবস্থায়। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। তবে এখন খুশি। এটাই তো ফুটবল। এমন মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না।’
পরিবার, ভক্ত-সমর্থকদের কথা ভেবেই মূলত আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পরিবারের কথা চিন্তা করি, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ এই বিশেষ মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারাও মানুষ। তাদের আমি পছন্দ করি। ভক্ত-সমর্থকেরাও আমাকে অনেক পছন্দ করেন। বিশেষ করে আমাকে। তা নিয়ে অনেক খুশি।’
আরও পড়ুন:
খেলার মাঠে কখনো যে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদেননি, তা নয়। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হারার পর তাঁর কান্নাভেজা চোখের ছবি এখনো টাটকা। ইউরোতে গত রাতে আবারও অঝোরে কাঁদতে দেখা গেছে।
ফ্রাঙ্কফুর্টে গত রাতে ইউরোতে শেষ ষোলোতে স্লোভেনিয়ার বিপক্ষে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। চারটি ফ্রিকিক নিয়েও বল জালে পাঠাতে পারেননি রোনালদো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন ডি বক্সের মধ্যে ফাউল করা হয় পর্তুগিজ উইঙ্গার ডিয়েগো জোতাকে। পেনাল্টি থেকে অন টার্গেটে জোরালো শট নেন রোনালদো। কিন্তু বাজপাখির ক্ষিপ্রতায় বল রুখে দেন স্লোভেনিয়ার আতলেতিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পর্তুগাল জিতলেও পেনাল্টি মিসের ঘটনা যেন রোনালদো ভুলতেই পারছিলেন না। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড স্বদেশী এক গণমাধ্যমকে বলেন, ‘নি: সন্দেহে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’
২০ বছরের ক্যারিয়ারে পেনাল্টি থেকে কত গোলই না করেছেন রোনালদো। তবে এবার গোল করতে না পারায় রীতিমতো ভেঙে পড়েছেন। ছেলের এমন কান্না দেখে গ্যালারিতে বসে কেঁদেছেন তাঁর মা মারিয়া দোলোরেসও। পর্তুগিজ গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘শক্তিশালী লোকদেরও বাজে সময় আসে। যখন দলের প্রয়োজন ছিল, তখন আমি সবচেয়ে বাজে অবস্থায়। প্রথমে কিছুটা খারাপ লেগেছিল। তবে এখন খুশি। এটাই তো ফুটবল। এমন মুহূর্তের কোনো ব্যাখ্যা হয় না।’
পরিবার, ভক্ত-সমর্থকদের কথা ভেবেই মূলত আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘যখন পরিবারের কথা চিন্তা করি, তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ এই বিশেষ মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারাও মানুষ। তাদের আমি পছন্দ করি। ভক্ত-সমর্থকেরাও আমাকে অনেক পছন্দ করেন। বিশেষ করে আমাকে। তা নিয়ে অনেক খুশি।’
আরও পড়ুন:
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে