ফুটবল দলে একসঙ্গে সুযোগ পেলেন দুই ভাই, আছেন জামালও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভুটানের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রিমিয়ার লিগে দল না পাওয়ায় নানারকম আলোচনা চললেও ১৪ জনের প্রাথমিক তালিকায় জামাল ভূঁইয়াকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। 

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দুটি সামনে রেখে ফুটবলারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৬ আগস্ট থেকে। ৩০ আগস্ট ভুটানের উদ্দেশে রওনা দেবেন জামালরা। তার আগে ২৯ আগস্ট বাকি খেলোয়াড়দের নাম ঘোষণা করবে বাফুফে। 

২৬ আগস্ট দেশে ফেরার কথা জামালের। দলে আছে চমকও। এই প্রথম জাতীয় দলে একসঙ্গে ডাক পেয়েছেন দুই ভাই—মোহামেডানের মোহাম্মদ হোসেন সুজন ও ব্রাদার্সের পাপ্পু হোসেন। দুজন খেলেনও গোলকিপার পজিশনে। প্রথমবার ডাক পেয়েছেন ফর্টিস ফুটবল ক্লাবের দিদারুল আলম। প্রাথমিক তালিকায় নেই বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়। 

কাবরেরার মতে, ভুটানের মাঠে দুটি ম্যাচই হবে কঠিন। বাংলাদেশ কোচ বললেন, ‘আমরা ম্যাচ দুটি দেশে খেলতে চেয়েছি। কিন্তু সেটা হলো না। ভুটান আসবে না ঢাকায়। তাই আমাদের যেতে হচ্ছে। আমাদের লক্ষ্য র‍্যাঙ্কিং বাড়ানো। এটা খেলোয়াড়দের জন্য ভালো সুযোগও।’ 

ভুটান সফরের প্রাথমিক দলে আছেন: 

গোলকিপার
মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন, পাপ্পু হোসেন

ডিফেন্ডার
মেহেদি হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন

মিডফিল্ডার
মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, জাভেদ আহমেদ

ফরোয়ার্ড
শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত