ক্রীড়া ডেস্ক
‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি’-লিওনেল মেসির এমন কথা শুনে যুক্তরাষ্ট্রের ভক্ত-সমর্থকদের মধ্যে তুমুল সাড়া পড়ে যায়। তখনও মেসির সঙ্গে মায়ামির আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এরপর মেসি যখন মায়ামির জার্সিতে খেলা শুরু করেন, তখন উন্মাদনা বেড়ে যায় আরও বেশি। ‘মেসি-ইফেক্ট’ শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী মৌসুমে মেসিদের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম হবে প্রায় লাখ টাকা।
ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস ও সহসত্বাধিকারী ডেভিড বেকহাম ২০২৪ মৌসুমে ক্লাবটির হোম ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে। গত পরশু টিকিটের দাম বাড়ার বিষয়ে ভক্ত-সমর্থকদের ইমেইল করে দিয়েছেন। এ বছর মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে এক ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৪৮৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৫৩৫৮৭ টাকা। সেটা ৮২ শতাংশ বেড়ে আগামী বছরের জন্য হবে ৮৮৪ ডলার (বাংলাদেশি ৯৭ হাজার ৬৭২ টাকা)। আর ভালো জায়গা থেকে খেলা দেখতে হলে দর্শকদের বসতে হবে ফুড এন্ড ড্রিংক ক্লাব এরিয়াতে। এর নাম আগে ছিল ৩৬০০ ডলার (৩ লাখ ৯৭ হাজার ৭৬৩ টাকা)। এর দাম বেড়ে হবে ৭৬৫০ ডলার (৮ লাখ ৪৫ হাজার ২৪৬ টাকা)।
অন্যদিকে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইত্তিহাদের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬৯ ডলার (বাংলাদেশি ৫১ হাজার ৮১৯ টাকা)। আর সর্বোচ্চ দাম হবে ১২৫৬ ডলার (বাংলাদেশি ১ লাখ ৩৮ হাজার ৭৭৫ টাকা)। আর মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সর্বনিম্ন টিকিটের দাম ৩৮০.৫৩ ডলার (বাংলাদেশি ৪২০৪৪ টাকা) ও সর্বোচ্চ ৯১৯.৬২ ডলার (১ লাখ ১ হাজার ৬০৮ টাকা)।
এমনকি মেসির অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগস্টের প্রথম সপ্তাহে লিগ কাপের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। সেদিন ক্লিনারের কাজ করছিলেন ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামের এক কলম্বিয়ান। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নেসিওনকে অটোগ্রাফ নেওয়ার অভিজ্ঞতা নিয়ে সালামাঞ্চা বলেন, ‘সবার শেষে বের হয়েছিলেন মেসি। ‘হে বিশ্ব চ্যাম্পিয়ন’ বলে চিৎকার করেছিলাম। আমার ড্রেসের নিচে আর্জেন্টিনার জার্সি ছিল। আমার সঙ্গে মার্কারও ছিল। তিনি তাঁর অটোগ্রাফ দিলেন। ‘নিরাপত্তাকর্মী এসে আমাকে বের করে দিলেন এবং চাকরি থেকেও বরখাস্ত করলেন।’
মেসি আসার আগে মায়ামির দেয়ালে তাঁর (মেসি) ম্যুরাল আঁকার কাজ শুরু করে বেকহাম পরিবার। ইন্টার মায়ামির সহসত্বাধিকারী ডেভিড বেকহাম ও স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম মেসির ম্যুরালে তুলির আঁচড় দেন। ইনস্টাগ্রামে ম্যুরাল আঁকার ভিডিও পোস্ট করে ভিক্টোরিয়া ক্যাপশন দিয়েছেন, ‘আমি মনে করি, মিয়ামিতে (লিওনেল) মেসির ছবি এঁকে ডেভিড দারুণ কাজ করেছে। আমরা এখানে এসেছি অল্প কয়েক দিন আর সে আঁকার কাজ শুরু করেছে। দেখুন, এটা অনেক বড়। এর বাইরে ডেভিড বেকহাম আর কিইবা করতে পারত? সে এখানে এঁকেছে। আমি মুগ্ধ।’ এরপর ১৫ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে ইন্টার মায়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হয় ক্লাবটির ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে।
‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি’-লিওনেল মেসির এমন কথা শুনে যুক্তরাষ্ট্রের ভক্ত-সমর্থকদের মধ্যে তুমুল সাড়া পড়ে যায়। তখনও মেসির সঙ্গে মায়ামির আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এরপর মেসি যখন মায়ামির জার্সিতে খেলা শুরু করেন, তখন উন্মাদনা বেড়ে যায় আরও বেশি। ‘মেসি-ইফেক্ট’ শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী মৌসুমে মেসিদের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম হবে প্রায় লাখ টাকা।
ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস ও সহসত্বাধিকারী ডেভিড বেকহাম ২০২৪ মৌসুমে ক্লাবটির হোম ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে। গত পরশু টিকিটের দাম বাড়ার বিষয়ে ভক্ত-সমর্থকদের ইমেইল করে দিয়েছেন। এ বছর মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে এক ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৪৮৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৫৩৫৮৭ টাকা। সেটা ৮২ শতাংশ বেড়ে আগামী বছরের জন্য হবে ৮৮৪ ডলার (বাংলাদেশি ৯৭ হাজার ৬৭২ টাকা)। আর ভালো জায়গা থেকে খেলা দেখতে হলে দর্শকদের বসতে হবে ফুড এন্ড ড্রিংক ক্লাব এরিয়াতে। এর নাম আগে ছিল ৩৬০০ ডলার (৩ লাখ ৯৭ হাজার ৭৬৩ টাকা)। এর দাম বেড়ে হবে ৭৬৫০ ডলার (৮ লাখ ৪৫ হাজার ২৪৬ টাকা)।
অন্যদিকে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইত্তিহাদের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬৯ ডলার (বাংলাদেশি ৫১ হাজার ৮১৯ টাকা)। আর সর্বোচ্চ দাম হবে ১২৫৬ ডলার (বাংলাদেশি ১ লাখ ৩৮ হাজার ৭৭৫ টাকা)। আর মেসির সাবেক ক্লাব বার্সেলোনার সর্বনিম্ন টিকিটের দাম ৩৮০.৫৩ ডলার (বাংলাদেশি ৪২০৪৪ টাকা) ও সর্বোচ্চ ৯১৯.৬২ ডলার (১ লাখ ১ হাজার ৬০৮ টাকা)।
এমনকি মেসির অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগস্টের প্রথম সপ্তাহে লিগ কাপের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও অরলান্ডো সিটি। সেদিন ক্লিনারের কাজ করছিলেন ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামের এক কলম্বিয়ান। আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নেসিওনকে অটোগ্রাফ নেওয়ার অভিজ্ঞতা নিয়ে সালামাঞ্চা বলেন, ‘সবার শেষে বের হয়েছিলেন মেসি। ‘হে বিশ্ব চ্যাম্পিয়ন’ বলে চিৎকার করেছিলাম। আমার ড্রেসের নিচে আর্জেন্টিনার জার্সি ছিল। আমার সঙ্গে মার্কারও ছিল। তিনি তাঁর অটোগ্রাফ দিলেন। ‘নিরাপত্তাকর্মী এসে আমাকে বের করে দিলেন এবং চাকরি থেকেও বরখাস্ত করলেন।’
মেসি আসার আগে মায়ামির দেয়ালে তাঁর (মেসি) ম্যুরাল আঁকার কাজ শুরু করে বেকহাম পরিবার। ইন্টার মায়ামির সহসত্বাধিকারী ডেভিড বেকহাম ও স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম মেসির ম্যুরালে তুলির আঁচড় দেন। ইনস্টাগ্রামে ম্যুরাল আঁকার ভিডিও পোস্ট করে ভিক্টোরিয়া ক্যাপশন দিয়েছেন, ‘আমি মনে করি, মিয়ামিতে (লিওনেল) মেসির ছবি এঁকে ডেভিড দারুণ কাজ করেছে। আমরা এখানে এসেছি অল্প কয়েক দিন আর সে আঁকার কাজ শুরু করেছে। দেখুন, এটা অনেক বড়। এর বাইরে ডেভিড বেকহাম আর কিইবা করতে পারত? সে এখানে এঁকেছে। আমি মুগ্ধ।’ এরপর ১৫ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে ইন্টার মায়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হয় ক্লাবটির ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১২ মিনিট আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে