ক্রীড়া ডেস্ক
লিমা থেকে ফ্লোরিডা-২৪ ঘণ্টার ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে খেলেছে লিওনেল মেসির দুই দল। লিমার ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড গড়ে মেসি জিতিয়েছেন আর্জেন্টিনা। এরপরই উড়াল দিয়ে গেছেন ৪৪৩৯ কিলোমিটার দূরে ফ্লোরিডায়। না খেললেও ইন্টার মায়ামি দলের ডাগআউটে আজ ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
সিনসিনাটির কাছে গত ৮ অক্টোবর ১-০ গোলে হেরে ইন্টার মায়ামির মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ খেলার স্বপ্ন সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। ডিআরভি পিংক স্টেডিয়ামে সেই ম্যাচে মেসি খেলেন ৩৫ মিনিট। ১০ দিন পর একই মাঠে আজ এমএলএসে শার্লোট এফসির বিপক্ষে খেলেছে মায়ামি। এই ম্যাচে মূল একাদশ, বদলি খেলোয়াড়-কোনো তালিকায় ছিলেন না মেসি। ডাগআউটে বসে দেখলেন কোনো মতে ইন্টার মায়ামির বেঁচে যাওয়া। মায়ামি দাপট দেখিয়ে খেলেও শেষ পর্যন্ত শার্লোট এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। মায়ামি বল দখলে রেখেছিল ৫৭ শতাংশ ও ৪৩ শতাংশ বল দখলে রেখেছিল শার্লোট এফসি।
প্রথমার্ধে অনেক লম্বা সময় পর্যন্ত ম্যাচে কেউ কোনো গোল করতে পারেনি।ম্যাচের ৪৫ মিনিটে গোল মুখ খোলে শার্লোট এফসি। কারউইন ভার্গাসের অ্যাসিস্টে গোল করেন শার্লোট ফরোয়ার্ড এনজো কোপেত্তি। প্রথমার্ধেই সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন মায়ামি ফরোয়ার্ড নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় শার্লোট এফসি। ৫২ মিনিটে কামিল জোজিয়াকের অ্যাসিস্টে গোল করেন ভার্গাস। এরপর ৭৪ মিনিটে স্তেফানেল্লির বদলি হিসেবে নামানো হয় রবি রবিনসন। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন সুপার সাবের দায়িত্ব ভালোমতোই পালন করেন রবিনসন। ৮৪ মিনিটে লিওনার্দো কাম্পানার ক্রস থেকে পাস প্রথমে রিসিভ করেন রবিনসন। এরপর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রবিনসন। শেষ পর্যন্ত ২-২ গোলেই ড্র হয় মায়ামি-শার্লোট এফসি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে লিগস কাপ ও এমএলএস-দুটোতেই অভিষেক ম্যাচে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেছেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মায়ামি। আর এমএলএসে ৩৩ ম্যাচে ৯ জয়, ৭ ড্র ও ১৭ পরাজয়ে ৩৪ পয়েন্ট এখন মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে আছে তারা। ২১ অক্টোবর শার্লোটের ঘরের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এমএলএসের শেষ ম্যাচ খেলবে মায়ামি। প্লে অফের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে।
লিমা থেকে ফ্লোরিডা-২৪ ঘণ্টার ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে খেলেছে লিওনেল মেসির দুই দল। লিমার ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড গড়ে মেসি জিতিয়েছেন আর্জেন্টিনা। এরপরই উড়াল দিয়ে গেছেন ৪৪৩৯ কিলোমিটার দূরে ফ্লোরিডায়। না খেললেও ইন্টার মায়ামি দলের ডাগআউটে আজ ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
সিনসিনাটির কাছে গত ৮ অক্টোবর ১-০ গোলে হেরে ইন্টার মায়ামির মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ খেলার স্বপ্ন সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। ডিআরভি পিংক স্টেডিয়ামে সেই ম্যাচে মেসি খেলেন ৩৫ মিনিট। ১০ দিন পর একই মাঠে আজ এমএলএসে শার্লোট এফসির বিপক্ষে খেলেছে মায়ামি। এই ম্যাচে মূল একাদশ, বদলি খেলোয়াড়-কোনো তালিকায় ছিলেন না মেসি। ডাগআউটে বসে দেখলেন কোনো মতে ইন্টার মায়ামির বেঁচে যাওয়া। মায়ামি দাপট দেখিয়ে খেলেও শেষ পর্যন্ত শার্লোট এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। মায়ামি বল দখলে রেখেছিল ৫৭ শতাংশ ও ৪৩ শতাংশ বল দখলে রেখেছিল শার্লোট এফসি।
প্রথমার্ধে অনেক লম্বা সময় পর্যন্ত ম্যাচে কেউ কোনো গোল করতে পারেনি।ম্যাচের ৪৫ মিনিটে গোল মুখ খোলে শার্লোট এফসি। কারউইন ভার্গাসের অ্যাসিস্টে গোল করেন শার্লোট ফরোয়ার্ড এনজো কোপেত্তি। প্রথমার্ধেই সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন মায়ামি ফরোয়ার্ড নিকোলাস মার্সেলো স্তেফানেল্লি। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় শার্লোট এফসি। ৫২ মিনিটে কামিল জোজিয়াকের অ্যাসিস্টে গোল করেন ভার্গাস। এরপর ৭৪ মিনিটে স্তেফানেল্লির বদলি হিসেবে নামানো হয় রবি রবিনসন। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন সুপার সাবের দায়িত্ব ভালোমতোই পালন করেন রবিনসন। ৮৪ মিনিটে লিওনার্দো কাম্পানার ক্রস থেকে পাস প্রথমে রিসিভ করেন রবিনসন। এরপর ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রবিনসন। শেষ পর্যন্ত ২-২ গোলেই ড্র হয় মায়ামি-শার্লোট এফসি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। যার মধ্যে লিগস কাপ ও এমএলএস-দুটোতেই অভিষেক ম্যাচে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেছেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মায়ামি। আর এমএলএসে ৩৩ ম্যাচে ৯ জয়, ৭ ড্র ও ১৭ পরাজয়ে ৩৪ পয়েন্ট এখন মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে আছে তারা। ২১ অক্টোবর শার্লোটের ঘরের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এমএলএসের শেষ ম্যাচ খেলবে মায়ামি। প্লে অফের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৪ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে