বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা করল ফিফা     

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১২: ৫৫
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১২: ২৮

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) গত বছরের এপ্রিলে কড়া শাস্তি দিয়েছিল ফিফা। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করা হয়েছিল দুই বছর। সেই ঘটনার এক বছর যেতে না যেতেই আবারও ফিফার থেকে শাস্তি পেল বাফুফে।  বাফুফেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে ফুটবলের অভিভাবক সংস্থা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটির এক বিবরণ থেকে জানা গেছে, বাফুফেকে সব মিলিয়ে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় তা ৩৮ লাখ ৯৩ হাজার ৬১৮ টাকা। বাংলাদেশকে জরিমানা করা হয়েছে ৩ ম্যাচে। ৩ ম্যাচের দুটি বাংলাদেশের মাঠে হয়েছে এবং একটি হয়েছে মালদীপে। প্রথম ঘটনা ঘটে গত বছরের ১২ অক্টোবর মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে। দলের অসদাচারণের দায়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটির ১৪ অনুচ্ছেদ অনুসারে জরিমানা করা হয়েছে ৫ হাজার সুইস ফ্রাঁ। পাশাপাশি ৬ ফুটবলারকে শাস্তিও দেওয়া হয়েছিল। সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে।

মালদ্বীপের পর এরপর ঢাকার মাঠেও জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। দ্বিতীয় লেগে ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-মালদ্বীপ। সেই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। জয় পেলেও এই ম্যাচে ডিসিপ্লিনারি কমিটির ১৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশকে করা হয় ১৪ হাজার সুইস ফ্রাঁ জরিমানা। মাঠের শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে আতশবাজি ফাটানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে।

বাফুফেতৃতীয় যে ম্যাচের কারণে বাংলাদেশ জরিমানা গুনেছে, সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনায় গত ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ গোল করেছিল বাংলাদেশ ও লেবানন। ডিসিপ্লিনারি কমিটির ১৭ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশকে করা হয় ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা। এই ম্যাচেও মাঠের শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে আতশবাজি ফাটানোর দায়ে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত