ক্রীড়া ডেস্ক
এক মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছে তারা। গতরাতে প্রিস্টন নর্থকে তাদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার।
ম্যাচে জোড়া গোল করেছেন জেমি ভার্ডি। লেস্টার কিংবদন্তি গোল দুটি করেন ৩২ ও ৫২ মিনিটে। একাদশে না থাকলেও ৭০ মিনিটে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী।
ভার্ডির দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ জেতে লেস্টার। নিজেদের ইতিহাসে এটিই তাদের প্রথম লিগ শিরোপা। তবে গত মৌসুমে ১৮তম স্থানে থেকে লিগ শেষ করায় চ্যাম্পিয়নশিপে অবনমন হয় লেস্টারের।
প্রিমিয়ার লিগে জায়গা না হলেও ক্লাব ছাড়েননি ভার্ডি। ছিন্ন করেননি ফক্সেসদের সঙ্গে এক যুগের সম্পর্ক। এবারও শীর্ষ লিগে ফেরাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩৭ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়নশিপে ৩৪ ম্যাচে করেছেন চতুর্থ সর্বোচ্চ ১৮ গোল।
লেস্টারকে ফেরাতে হামজাও রেখেছেন দারুণ ভূমিকা। ৩৬ ম্যাচ খেলে গোল না পেলেও দলের বেশ কিছু ম্যাচে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৫ সাল থেকে কিং পাওয়ার স্টেডিয়ামে আছেন তিনি। তবে মাঝখানে ধারে খেলেছেন বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডে।
লেস্টার ৪৬ ম্যাচের চ্যাম্পিয়নশিপ জিতল ৪৫ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা লিডস ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে। এর আগে লেস্টারকে ভার্ডি প্রিমিয়ার লিগে ফিরিয়েছিলেন ২০১৪-১৫ মৌসুমেও। ফেরার এক মৌসুম রূপকথার গল্প লিখে জিতে নেয় প্রিমিয়ার লিগ।
এক মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত করেছে লেস্টার সিটি। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপও জিতে নিয়েছে তারা। গতরাতে প্রিস্টন নর্থকে তাদের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার।
ম্যাচে জোড়া গোল করেছেন জেমি ভার্ডি। লেস্টার কিংবদন্তি গোল দুটি করেন ৩২ ও ৫২ মিনিটে। একাদশে না থাকলেও ৭০ মিনিটে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী।
ভার্ডির দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৫-১৬ প্রিমিয়ার লিগ জেতে লেস্টার। নিজেদের ইতিহাসে এটিই তাদের প্রথম লিগ শিরোপা। তবে গত মৌসুমে ১৮তম স্থানে থেকে লিগ শেষ করায় চ্যাম্পিয়নশিপে অবনমন হয় লেস্টারের।
প্রিমিয়ার লিগে জায়গা না হলেও ক্লাব ছাড়েননি ভার্ডি। ছিন্ন করেননি ফক্সেসদের সঙ্গে এক যুগের সম্পর্ক। এবারও শীর্ষ লিগে ফেরাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩৭ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়নশিপে ৩৪ ম্যাচে করেছেন চতুর্থ সর্বোচ্চ ১৮ গোল।
লেস্টারকে ফেরাতে হামজাও রেখেছেন দারুণ ভূমিকা। ৩৬ ম্যাচ খেলে গোল না পেলেও দলের বেশ কিছু ম্যাচে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৫ সাল থেকে কিং পাওয়ার স্টেডিয়ামে আছেন তিনি। তবে মাঝখানে ধারে খেলেছেন বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডে।
লেস্টার ৪৬ ম্যাচের চ্যাম্পিয়নশিপ জিতল ৪৫ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা লিডস ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে। এর আগে লেস্টারকে ভার্ডি প্রিমিয়ার লিগে ফিরিয়েছিলেন ২০১৪-১৫ মৌসুমেও। ফেরার এক মৌসুম রূপকথার গল্প লিখে জিতে নেয় প্রিমিয়ার লিগ।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে