ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার সঙ্গে শীর্ষে ওঠার লড়াই করেও গত মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি রিয়াল মাদ্রিদ। এবার পয়েন্ট তালিকায় রিয়ালের পেছনেই রয়েছে বার্সা। জিরোনার সঙ্গে শীর্ষে ওঠার লড়াইয়ে সমানে সমানে খেলছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে গত রাতে উড়িয়ে দিয়েছে রিয়াল। কোচ কার্লো আনচেলত্তির কাছে এটাই রিয়ালের সেরা পারফরম্যান্স।
সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে গতকাল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এমনিতেও এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে আনচেলত্তির দল। ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট করেছিল রিয়াল। আর ৪৪ শতাংশ বল দখলে রেখে ভ্যালেন্সিয়া ৪টি শট করেছে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর, যেখানে শুরুতে দানি কারভাহালের গোলে ৩ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে প্রথম ১৫ মিনিটের মধ্যে দুবার গোল হজম করতে করতেও বেঁচে যায় আনচেলত্তির দল। এরপর বাকিটা সময় দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘এটাই কি সেরা পারফরম্যান্স? কারণ ভ্যালেন্সিয়া তাদের সেরাটা দিতে পারেনি। আমরা দারুণ খেলেছি। প্রথম ১৫ মিনিটে আমরা রক্ষণভাগে আরও একটু ভালো খেলতে পারতাম। তবে এরপর থেকে দারুণ খেলেছি।’
প্রথমে দানি কারভাহালের পর বাকি ৪ গোল ভাগাভাগি করে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। ভিনি, রদ্রিগো দুজনেই দুটি করে গোল করেছেন। ভিনির দুটি গোলেই অ্যাসিস্ট করেন রদ্রিগো। চলতি মৌসুমে রদ্রিগো সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচে করেছেন ৫ গোল ও ৪টিতে অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে ভিনি ১৩ ম্যাচে করেছেন ৬ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ভিনি, রদ্রিগোর প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও রদ্রিগো দুজনেই দারুণ খেলেছে। কাউকে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর বিচার করতে চাই না। তবে দল হিসেবে আমরা দারুণ খেলেছি।’
বার্সেলোনার সঙ্গে শীর্ষে ওঠার লড়াই করেও গত মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি রিয়াল মাদ্রিদ। এবার পয়েন্ট তালিকায় রিয়ালের পেছনেই রয়েছে বার্সা। জিরোনার সঙ্গে শীর্ষে ওঠার লড়াইয়ে সমানে সমানে খেলছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে গত রাতে উড়িয়ে দিয়েছে রিয়াল। কোচ কার্লো আনচেলত্তির কাছে এটাই রিয়ালের সেরা পারফরম্যান্স।
সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে গতকাল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এমনিতেও এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে আনচেলত্তির দল। ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট করেছিল রিয়াল। আর ৪৪ শতাংশ বল দখলে রেখে ভ্যালেন্সিয়া ৪টি শট করেছে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর, যেখানে শুরুতে দানি কারভাহালের গোলে ৩ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে প্রথম ১৫ মিনিটের মধ্যে দুবার গোল হজম করতে করতেও বেঁচে যায় আনচেলত্তির দল। এরপর বাকিটা সময় দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘এটাই কি সেরা পারফরম্যান্স? কারণ ভ্যালেন্সিয়া তাদের সেরাটা দিতে পারেনি। আমরা দারুণ খেলেছি। প্রথম ১৫ মিনিটে আমরা রক্ষণভাগে আরও একটু ভালো খেলতে পারতাম। তবে এরপর থেকে দারুণ খেলেছি।’
প্রথমে দানি কারভাহালের পর বাকি ৪ গোল ভাগাভাগি করে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। ভিনি, রদ্রিগো দুজনেই দুটি করে গোল করেছেন। ভিনির দুটি গোলেই অ্যাসিস্ট করেন রদ্রিগো। চলতি মৌসুমে রদ্রিগো সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচে করেছেন ৫ গোল ও ৪টিতে অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে ভিনি ১৩ ম্যাচে করেছেন ৬ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ভিনি, রদ্রিগোর প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও রদ্রিগো দুজনেই দারুণ খেলেছে। কাউকে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর বিচার করতে চাই না। তবে দল হিসেবে আমরা দারুণ খেলেছি।’
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৫ ঘণ্টা আগে