ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক।
এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে।
গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক।
এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে।
গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩১ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে