ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।
পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’
পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’
বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’
চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।
পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’
পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’
বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৩ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৪ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৫ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৮ ঘণ্টা আগে