ফুটবল, সকার জেতেনি কেউই

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১০: ৫৪
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৪: ৫৩

‘ফুটবল’ আর ‘সকার’ একই খেলার দুটি ভিন্ন নাম। ইংল্যান্ড যেটিকে বলে ‘ফুটবল’, যুক্তরাষ্ট্রে সেটি ‘সকার।’ গতকাল আল-বাইত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি কেউই।

গতকাল আল-বায়েত স্টেডিয়ামে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র দুটি দলই লড়াই করেছিল সমানে সমানে। একে অপরের রক্ষণদুর্গে হানা দিয়েছিল বারবার। কখনো গোলরক্ষকেরা ফিরিয়ে দিয়েছেন, কখনো ফুটবলাররা সুযোগ হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ ড্র হয়েছিল ২০১০ সালে। সেই ম্যাচটাও ছিল বিশ্বকাপে এবং সেটা ১-১ গোলে ড্র হয়েছিল।

খেলাটির নাম ‘ফুটবল’ না ‘সকার’, তা নিয়ে কাতার বিশ্বকাপের আগে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন ডেভিড বেকহাম। ফ্রিটো লে নামে এক চিপস কোম্পানির বিজ্ঞাপনে দেখা যায়, বেকহামের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ভদ্রলোকের তর্কবিতর্ক রয়েছে। বেকহাম বলছেন ফুটবল, অন্যদিকে মার্কিন ভদ্রলোক বলছেন ‘সকার।’ এমনকি দুই দেশের সমর্থকদের কেউ বলছেন ‘ফুটবল’, কেউ বলছেন ‘সকার।’

ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র দুটি দলই ম্যাচ খেলেছে দুটি করে ম্যাচ, যেখানে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। ওয়েলসের বিপক্ষে ২৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন হ্যারি কেইনরা। অন্যদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে যুক্তরাষ্ট্র। ২৯ নভেম্বর ইরানের বিপক্ষে ডু-অর-ডাই ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত