ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে কদিন আগে। বার্সার বড় ধরনের শাস্তির আশঙ্কা নিয়ে আলাপ-আলোচনা চলছেই। তবে কোচ জাভি হার্নান্দেজের এই নিয়ে যেন ‘থোড়াই কেয়ার।’ বিষয়টি নিয়ে বরং তারা মজা করছেন।
রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। বার্সার সাবেক সহসভাপতি জোসেফ বার্তামেউয়ের সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এসব ব্যাপার খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জাভি। লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘কাদিজ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি। এটা নিয়ে আমরা কখনো আলাপ-আলোচনাও করিনি।’
আজ ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে লা-লিগায় খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।
দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে কদিন আগে। বার্সার বড় ধরনের শাস্তির আশঙ্কা নিয়ে আলাপ-আলোচনা চলছেই। তবে কোচ জাভি হার্নান্দেজের এই নিয়ে যেন ‘থোড়াই কেয়ার।’ বিষয়টি নিয়ে বরং তারা মজা করছেন।
রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। বার্সার সাবেক সহসভাপতি জোসেফ বার্তামেউয়ের সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এসব ব্যাপার খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জাভি। লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘কাদিজ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি। এটা নিয়ে আমরা কখনো আলাপ-আলোচনাও করিনি।’
আজ ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে লা-লিগায় খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩০ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে