ক্রীড়া ডেস্ক
রায়ো ভায়েকানোর কাছে হারের পর গত সপ্তাহে বরখাস্ত হয়েছিলেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। কোমানের বিদায়ের ২৪ ঘণ্টা না পেরোতেই বার্সার নতুন কোচের নাম জানা গিয়েছিল। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় চূড়ান্ত ঘোষণা আসতে কিছু সময় লাগছিল। এবার সর্বশেষ কোচের দায়িত্বে থাকা আল সাদ এফসিও নিশ্চিত করলেন, বার্সার কোচ হতে ক্লাব ছাড়ছেন জাভি।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম আগেই জানিয়েছিল, কাতার ছেড়ে আসতে হলে জাভিকে ‘রিলিজ ক্লজ’ দিয়ে আসতে হবে। ঘরের ছেলেকে কোচ হিসেবে পেতে প্রয়োজনীয় ফি দিতে আপত্তি নেই বার্সার। এবার রিলিজ ক্লজের অর্থ প্রদানের পরে জাভির বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে আল সাদ এফসি। জাভির বার্সায় যোগ দেওয়ায় শুভকামনাও জানিয়েছে কাতারের ক্লাবটি, ‘আমরা ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে সহযোগিতার বিষয়ে একমত হয়েছি। জাভি আল-সাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা তার সাফল্য কামনা করি।’
জাভি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার আর সাবেক ক্লাবের দেওয়া প্রস্তাব ফেরাতে পারেননি। তাঁর সাবেক ক্লাব আল সাদও রিলিজ ক্লোজের অর্থ পাওয়ার পর জাভিকে ছেড়ে দিয়েছে।
রায়ো ভায়েকানোর কাছে হারের পর গত সপ্তাহে বরখাস্ত হয়েছিলেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। কোমানের বিদায়ের ২৪ ঘণ্টা না পেরোতেই বার্সার নতুন কোচের নাম জানা গিয়েছিল। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় চূড়ান্ত ঘোষণা আসতে কিছু সময় লাগছিল। এবার সর্বশেষ কোচের দায়িত্বে থাকা আল সাদ এফসিও নিশ্চিত করলেন, বার্সার কোচ হতে ক্লাব ছাড়ছেন জাভি।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম আগেই জানিয়েছিল, কাতার ছেড়ে আসতে হলে জাভিকে ‘রিলিজ ক্লজ’ দিয়ে আসতে হবে। ঘরের ছেলেকে কোচ হিসেবে পেতে প্রয়োজনীয় ফি দিতে আপত্তি নেই বার্সার। এবার রিলিজ ক্লজের অর্থ প্রদানের পরে জাভির বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে আল সাদ এফসি। জাভির বার্সায় যোগ দেওয়ায় শুভকামনাও জানিয়েছে কাতারের ক্লাবটি, ‘আমরা ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে সহযোগিতার বিষয়ে একমত হয়েছি। জাভি আল-সাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা তার সাফল্য কামনা করি।’
জাভি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার আর সাবেক ক্লাবের দেওয়া প্রস্তাব ফেরাতে পারেননি। তাঁর সাবেক ক্লাব আল সাদও রিলিজ ক্লোজের অর্থ পাওয়ার পর জাভিকে ছেড়ে দিয়েছে।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
২ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগে