ক্রীড়া ডেস্ক
গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।
কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন।
বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ
গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।
কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন।
বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৫ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৬ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৬ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৭ ঘণ্টা আগে