ক্রীড়া ডেস্ক
জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।
পর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।
স্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।
বন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।
হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।
জার্মানির শুরুর আক্রমণে দুর্দান্ত জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নার্দো সিলভা।
পর্তুগালের প্রথম আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পর দ্বিতীয় আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির আক্রমণে খেই হারিয়ে পর্তুগাল নিজেরাই জালে বল জড়িয়েছে দুবার। তাই রোনালদোর গোল, এসিস্ট কোনোটাই ম্যাচে কাজে আসেনি।
স্কোর শিটে দিয়েগো জোতার নাম লেখা থাকবে। তবে এই গোলেও বড় অবদান আছে রোনালদোর। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলেই ‘ট্যাপইন’ করে জালে জড়িয়েছিল জোতা।
বন্ধু যখন শত্রু! মাঠে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও তারা ভালো বন্ধু। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলছেন একসঙ্গে। সম্পর্কের শুরুটা সেখান থেকেই। ম্যাচে রোনালদো নিজে গোল করেছেন, গোল করিয়েছেন। আর গোল না করেও দলের জয়ে শেষ হাসি টনি ক্রুসের।
হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল পর্তুগাল। অন্যদিকে জার্মানির শুরুটা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে। কাল জার্মানির বিপক্ষে ম্যাচেও বাজির দর ভারী ছিল পর্তুগালের দিকেও। তবু দলের বড় হারে চিন্তায় পড়ে গেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ইউরোর প্রথম ম্যাচে জোড়া গোল করার পর জার্মানির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন। তবে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষের গানের শুরু হলেও ফিটনেস দেখে সেটি বোঝার উপায় নেই। জার্মানির বিপক্ষে ম্যাচ হারের পর এখন তার দৃষ্টিসীমায় পরের ম্যাচ। চোখ সামনের দিকে হলেও মাথায় হয়তো এই ম্যাচেরই ছক কষছেন।
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
৩৯ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে