ক্রীড়া ডেস্ক
২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই বাংলাদেশের ফুটবল প্রেম সামাজিকমাধ্যমে প্রচার করছে আর্জেন্টিনা। তাদের দেশে ওড়ানো হচ্ছে বাংলাদেশের পতাকা। এবার আর্জেন্টিনার এক ফুটবল লিগের পেজে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাস।
‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা এএফএ’ এর ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে একটি ডকুমেন্টারি করা হয়েছে। বাংলাদেশের নদী, শহরের ছবি দেখিয়ে সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। একসময় তারা ব্রিটিশ ভারতের অধীনে ছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলে বাংলাদেশ আলাদা হয়ে যায়। ভারত, পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যায়।
পাকিস্তানের ছিল আবার দুই ভাগ: পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান ছিল কুশন রিজিওনে আর পূর্ব পাকিস্তান বাংলা অঞ্চলে।’ এছাড়াও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থনের ব্যাপারও এখানে তুলে ধরা হয়েছে। আর্জেন্টিনার জার্সি পরা বাংলাদেশের কয়েকজন ভক্তের ছবি দেখানো হয়েছে ভিডিওতে।
এর আগে আর্জেন্টিনার এক ফুটবল লিগে বাংলাদেশের পতাকা দেখা গিয়েছিল। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা এএফএ’ লিখেছিল, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন লীগ চির কৃতজ্ঞ থাকবে।’
২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই বাংলাদেশের ফুটবল প্রেম সামাজিকমাধ্যমে প্রচার করছে আর্জেন্টিনা। তাদের দেশে ওড়ানো হচ্ছে বাংলাদেশের পতাকা। এবার আর্জেন্টিনার এক ফুটবল লিগের পেজে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাস।
‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা এএফএ’ এর ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে একটি ডকুমেন্টারি করা হয়েছে। বাংলাদেশের নদী, শহরের ছবি দেখিয়ে সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। একসময় তারা ব্রিটিশ ভারতের অধীনে ছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলে বাংলাদেশ আলাদা হয়ে যায়। ভারত, পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যায়।
পাকিস্তানের ছিল আবার দুই ভাগ: পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান ছিল কুশন রিজিওনে আর পূর্ব পাকিস্তান বাংলা অঞ্চলে।’ এছাড়াও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থনের ব্যাপারও এখানে তুলে ধরা হয়েছে। আর্জেন্টিনার জার্সি পরা বাংলাদেশের কয়েকজন ভক্তের ছবি দেখানো হয়েছে ভিডিওতে।
এর আগে আর্জেন্টিনার এক ফুটবল লিগে বাংলাদেশের পতাকা দেখা গিয়েছিল। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা এএফএ’ লিখেছিল, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন লীগ চির কৃতজ্ঞ থাকবে।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৫ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৫ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৫ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৬ ঘণ্টা আগে