ক্রীড়া ডেস্ক
সম্প্রতি দুর্বৃত্তদের কাছ থেকে বেশ কয়েকবার পরিবারের প্রাণনাশের হুমকি পাওয়ায় জন্মস্থান রোজারিওতে না ফেরার সিদ্ধান্ত অটল রয়েছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টাইন উইঙ্গার থেকে যাচ্ছেন পর্তুগালেই। বেনফিকার সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়িয়েছেন তিনি। আজ এমনটাই নিশ্চিত করেছে লিসবনের ক্লাবটি।
২০২৫ পর্যন্ত বেনফিকার জার্সিতেই দেখা যাবে দি মারিয়া। ৩৬ বছর বয়সী তারকার আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রালে ফেরার আলোচনার চলছিল। ২০০৫ সালে ঘরের এই ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন এই অভিজ্ঞ উইঙ্গার। তবে সম্প্রতি প্রাণনাশের হুমকি পাওয়ায় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দি মারিয়া।
জুভেন্তাস ছেড়ে গত বছর বেনফিকায় ফেরেন দি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের পর তিনি বলেছেন, ‘আরও এক বছর বেনফিকায় থাকতে পেরে আমি আনন্দিত।’ ক্লাবটির ওয়েবসাইটে তিনি আরও বলেছেন, ‘শিরোপা জেতাটা অক্ষুণ্ন রাখতে চাই।’
গত জুলাইয়ে জাতীয় দলকে বিদায় জানান দি মারিয়া। কলম্বিয়ার হয়ে কোপা আমেরিকার ফাইনালটি আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ। লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ ও টানা দুই বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পেশাদারি ক্যারিয়ারে আলো ছড়িয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাস ও পিএসজির মতোন ক্লাবে।
বেনফিকার হয়ে ২০০৭-১০ পর্যন্ত প্রথম মেয়াদ কাটিয়েছেন দি মারিয়া। গত বছর শুরু করেন দ্বিতীয় মেয়াদ। সেবার পর্তুগিজ লিগে বেনফিকা মৌসুম শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। গত জুলাইয়ে রোজারিও সেন্ট্রালে ফেরার ইঙ্গিত দিয়ে দি মারিয়া জানান, আমার স্বপ্ন হলো সেন্ট্রালে ফিরে ক্লাবটির জার্সিতে ক্যারিয়ার শেষ করা। তবে রোজারিও সেন্ট্রালের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসার পর নিজের জন্মভূমিতে না ফেরার হুমকি পান তিনি।
সম্প্রতি দুর্বৃত্তদের কাছ থেকে বেশ কয়েকবার পরিবারের প্রাণনাশের হুমকি পাওয়ায় জন্মস্থান রোজারিওতে না ফেরার সিদ্ধান্ত অটল রয়েছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টাইন উইঙ্গার থেকে যাচ্ছেন পর্তুগালেই। বেনফিকার সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়িয়েছেন তিনি। আজ এমনটাই নিশ্চিত করেছে লিসবনের ক্লাবটি।
২০২৫ পর্যন্ত বেনফিকার জার্সিতেই দেখা যাবে দি মারিয়া। ৩৬ বছর বয়সী তারকার আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রালে ফেরার আলোচনার চলছিল। ২০০৫ সালে ঘরের এই ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন এই অভিজ্ঞ উইঙ্গার। তবে সম্প্রতি প্রাণনাশের হুমকি পাওয়ায় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দি মারিয়া।
জুভেন্তাস ছেড়ে গত বছর বেনফিকায় ফেরেন দি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের পর তিনি বলেছেন, ‘আরও এক বছর বেনফিকায় থাকতে পেরে আমি আনন্দিত।’ ক্লাবটির ওয়েবসাইটে তিনি আরও বলেছেন, ‘শিরোপা জেতাটা অক্ষুণ্ন রাখতে চাই।’
গত জুলাইয়ে জাতীয় দলকে বিদায় জানান দি মারিয়া। কলম্বিয়ার হয়ে কোপা আমেরিকার ফাইনালটি আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ। লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ ও টানা দুই বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পেশাদারি ক্যারিয়ারে আলো ছড়িয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাস ও পিএসজির মতোন ক্লাবে।
বেনফিকার হয়ে ২০০৭-১০ পর্যন্ত প্রথম মেয়াদ কাটিয়েছেন দি মারিয়া। গত বছর শুরু করেন দ্বিতীয় মেয়াদ। সেবার পর্তুগিজ লিগে বেনফিকা মৌসুম শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। গত জুলাইয়ে রোজারিও সেন্ট্রালে ফেরার ইঙ্গিত দিয়ে দি মারিয়া জানান, আমার স্বপ্ন হলো সেন্ট্রালে ফিরে ক্লাবটির জার্সিতে ক্যারিয়ার শেষ করা। তবে রোজারিও সেন্ট্রালের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসার পর নিজের জন্মভূমিতে না ফেরার হুমকি পান তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
১৯ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে