ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি, সার্জিও বুসকেতস বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এক যুগেরও বেশি সময়। বার্সাকে দুজনে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। বার্সায় এখন কেউ না থাকলেও দুজনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টার মিয়ামিতে। প্রতিযোগিতামূলক ফুটবল খেলাই মেসি-বুসকেতসের লক্ষ্য বলে মনে করেন জেরার্দো মার্টিনো।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে ২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) চলে যান মেসি। দুই মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে পিএসজির পথচলা শেষ হয় এ বছরই। আর বুসকেতস ২০২২-২৩ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন। বার্সায় তিনি খেলা শুরু করেন ২০০৫ থেকে। মেসি, বুসকেতস দুজনের গন্তব্য যে ইন্টার মিয়ামি, তা অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক চুক্তিটাই বাকি।
অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। মেসি, বুসকেতস বার্সেলোনায় খেলে জিতেছেন একের পর এক শিরোপা। লা লিগা মেসি জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস। অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। এ ছাড়া মেজর লিগ ক্লাব আটলান্টা ইউনাইটেডেও তাঁর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। মার্টিনো বলেন, ‘সফলতা ও কীভাবে আরও ভালো প্রতিযোগিতা করা যায় তা নিয়েই লিও ও সার্জিওর সঙ্গে কথা বলেছি। মাঝেমধ্যে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তারা ছুটি কাটাতে এসেছে। আসলে ব্যাপারটা তা নয়। আমরা প্রতিযোগিতা করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করবে না এমন ফুটবলার তারা না।’
চলতি মৌসুম থেকে ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই ফুটবল লিগ। ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স—দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই ২৯ ক্লাব। ইস্টার্নে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্নে। ইস্টার্নের ১৫ ক্লাবের মধ্যে মিয়ামি আছে ১৫ নম্বরে। তবু আশা হারাচ্ছেন না মার্টিনো। মিয়ামি কোচ বলেন, ‘আমি বেশ আশাবাদী। অবশ্যই অনেক কাজ করার আছে। অন্যান্য টুর্নামেন্টেও দল বেশ উপভোগ করছে এবং ভালোই প্রতিযোগিতা করছে।’
লিওনেল মেসি, সার্জিও বুসকেতস বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এক যুগেরও বেশি সময়। বার্সাকে দুজনে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। বার্সায় এখন কেউ না থাকলেও দুজনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টার মিয়ামিতে। প্রতিযোগিতামূলক ফুটবল খেলাই মেসি-বুসকেতসের লক্ষ্য বলে মনে করেন জেরার্দো মার্টিনো।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে ২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) চলে যান মেসি। দুই মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে পিএসজির পথচলা শেষ হয় এ বছরই। আর বুসকেতস ২০২২-২৩ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন। বার্সায় তিনি খেলা শুরু করেন ২০০৫ থেকে। মেসি, বুসকেতস দুজনের গন্তব্য যে ইন্টার মিয়ামি, তা অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক চুক্তিটাই বাকি।
অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। মেসি, বুসকেতস বার্সেলোনায় খেলে জিতেছেন একের পর এক শিরোপা। লা লিগা মেসি জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস। অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। এ ছাড়া মেজর লিগ ক্লাব আটলান্টা ইউনাইটেডেও তাঁর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। মার্টিনো বলেন, ‘সফলতা ও কীভাবে আরও ভালো প্রতিযোগিতা করা যায় তা নিয়েই লিও ও সার্জিওর সঙ্গে কথা বলেছি। মাঝেমধ্যে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তারা ছুটি কাটাতে এসেছে। আসলে ব্যাপারটা তা নয়। আমরা প্রতিযোগিতা করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করবে না এমন ফুটবলার তারা না।’
চলতি মৌসুম থেকে ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই ফুটবল লিগ। ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স—দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই ২৯ ক্লাব। ইস্টার্নে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্নে। ইস্টার্নের ১৫ ক্লাবের মধ্যে মিয়ামি আছে ১৫ নম্বরে। তবু আশা হারাচ্ছেন না মার্টিনো। মিয়ামি কোচ বলেন, ‘আমি বেশ আশাবাদী। অবশ্যই অনেক কাজ করার আছে। অন্যান্য টুর্নামেন্টেও দল বেশ উপভোগ করছে এবং ভালোই প্রতিযোগিতা করছে।’
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১৭ মিনিট আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৪ ঘণ্টা আগে