ক্রীড়া ডেস্ক
রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হওয়ার পর লিগে টানা দুই ম্যাচ জিতে ভালো কিছুর বার্তা দিচ্ছিলেন জাভি হার্নান্দেজ। তবে তৃতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেতে হলো বার্সেলোনাকে। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালে বেতিসের কাছে ১-০ গোলে হারল কাতালান ক্লাবটি।
প্রথমার্ধে ছন্নছাড়া বার্সা দ্বিতীয়ার্ধের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেনি। কয়েকটি আক্রমণ পূর্ণতা পায়নি ফিনিশিং দুর্বলতায়। উল্টো এক গোল হজম করে লিগের গুরুত্বপূর্ণ এই সময়ে তিন পয়েন্ট হারাল। ঘরের মাঠে দলের এমন হতশ্রী পারফরম্যান্স ম্যাচজুড়ে জাভির হতাশাই বাড়িয়েছে।
এদিন শুরুতে গোল হজম করতে পারত বার্সা। তবে সতীর্থের লম্বা ক্রসে হুয়ানমি বার্সা গোলরক্ষক বরাবর হেড করলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধে বার্সা সুযোগ পায় মাত্র একটি। ১১ মিনিটের সময় জর্ডি আলবার ক্রসে ফিলিপে কৌতিনহোর শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক।
৩৩ মিনিটের প্রতিপক্ষের জোরালো শটে মাথায় আঘাত পেয়ে তরুণ মিডফিল্ডার রিকি পুজ মাঠ ছাড়লে হতাশা বাড়ে স্বাগতিকদের। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বার্সাকে চেপে ধরে বেতিস। আক্রমণে ধার বাড়াতে ৫৮ মিনিটের সময় জোড়া পরিবর্তন আনে বার্সা। কৌতিনহোকে তুলে উসমান দেম্বেলে ও নিকো গনঞ্জালেসের জায়গায় ফ্রেংকি ডি ইয়ংকে নামান জাভি। তাতে আক্রমণের ধার বাড়লেও গোল ভাগ্য ফেরেনি বার্সার। এই হারে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে স্প্যানিশ জায়ান্টরা।
রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হওয়ার পর লিগে টানা দুই ম্যাচ জিতে ভালো কিছুর বার্তা দিচ্ছিলেন জাভি হার্নান্দেজ। তবে তৃতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেতে হলো বার্সেলোনাকে। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালে বেতিসের কাছে ১-০ গোলে হারল কাতালান ক্লাবটি।
প্রথমার্ধে ছন্নছাড়া বার্সা দ্বিতীয়ার্ধের গুছিয়ে নেওয়ার চেষ্টা করেও পারেনি। কয়েকটি আক্রমণ পূর্ণতা পায়নি ফিনিশিং দুর্বলতায়। উল্টো এক গোল হজম করে লিগের গুরুত্বপূর্ণ এই সময়ে তিন পয়েন্ট হারাল। ঘরের মাঠে দলের এমন হতশ্রী পারফরম্যান্স ম্যাচজুড়ে জাভির হতাশাই বাড়িয়েছে।
এদিন শুরুতে গোল হজম করতে পারত বার্সা। তবে সতীর্থের লম্বা ক্রসে হুয়ানমি বার্সা গোলরক্ষক বরাবর হেড করলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধে বার্সা সুযোগ পায় মাত্র একটি। ১১ মিনিটের সময় জর্ডি আলবার ক্রসে ফিলিপে কৌতিনহোর শট ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক।
৩৩ মিনিটের প্রতিপক্ষের জোরালো শটে মাথায় আঘাত পেয়ে তরুণ মিডফিল্ডার রিকি পুজ মাঠ ছাড়লে হতাশা বাড়ে স্বাগতিকদের। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বার্সাকে চেপে ধরে বেতিস। আক্রমণে ধার বাড়াতে ৫৮ মিনিটের সময় জোড়া পরিবর্তন আনে বার্সা। কৌতিনহোকে তুলে উসমান দেম্বেলে ও নিকো গনঞ্জালেসের জায়গায় ফ্রেংকি ডি ইয়ংকে নামান জাভি। তাতে আক্রমণের ধার বাড়লেও গোল ভাগ্য ফেরেনি বার্সার। এই হারে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে স্প্যানিশ জায়ান্টরা।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
৪০ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগে