ক্লপের উত্তরসূরি হতে আগ্রহী তিনি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। তবে এখনো তাঁর উত্তরসূরি ঠিক হয়নি। জার্মান কোচের স্থলাভিষিক্ত হিসেবে বেয়ার লেভারকুজেনকে প্রথম বুন্দেসলিগা জেতানো কোচ জাবি আলোনসোকে চেয়েছিল লিভারপুল। এমনকি ইন্টার মিলানকে এ মৌসুমের সিরি আ জেতানো সিমোনে ইনজাঘির দিকেও চোখ ছিল অলরেডদের। তবে আপাতত তাঁদের কেউ লিভারপুলে আসছেন না। 

অবশ্য এমন একজন আছেন যিনি নিজ থেকে অলরেডদের দায়িত্ব নিতে চান। ডাচ ক্লাব ফেয়েনুর্ডের কোচ আরনে স্লটের আশা, এ মৌসুম শেষে অ্যানফিল্ডে ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার। লিভারপুলও সম্ভাব্য এ নিয়োগ নিয়ে গত পরশু ফেয়েনুর্ডের সঙ্গে সরাসরি কথা বলেছে। 

২০২১ থেকে ফেয়েনুর্ডের দায়িত্বে স্লট। ৪৫ বছর বয়সী ডাচ কোচের অধীনে গত মৌসুমে লিগ শিরোপা ইরেদিভিসি জিতেছিল ক্লাবটি। এ মৌসুমেও আছে দুর্দান্ত ছন্দে। ৩৪ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসভি আইন্দোফেন। গত রাতে ফেইনুর্ড লিগে গো এহেড ঈগলসকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচ জয়ের আনন্দ নিয়ে স্লট ক্রীড়া মাধ্যম ইএসপিএন’কে বলেন, ‘আমার কাছে এটা পরিষ্কার যে আমি সেখানে (অ্যানফিল্ড) কাজ করতে চাই। শুধু এটা বলতে পারি যে, ক্লাবগুলো আলোচনায় রয়েছে। আমি ওয়েটিং রুমে আছি।’ 

লিভারপুলের সঙ্গে ফেয়েনুর্ড চুক্তিতে পৌঁছাবে বলে আত্মবিশ্বাসী স্লট। স্বদেশি লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক থেকেও সবুজ সংকেত পেয়েছেন তিনি। গত বুধবার রাতে এভারটনের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ দৌড় থেকে ছিটকে পড়ার পর ডাচ ডিফেন্ডার জানান, স্লটের খেলার দর্শনের সঙ্গে তাদের ক্লাবের দর্শন মিলে যায়। এমনকি স্লটকে ‘এই মুহূর্তের সেরা কোচদের একজন’ বলেও অভিহিত করেন ফন ডাইক। 

তিন বছরের চুক্তিতে ফেয়েনুর্ডের সঙ্গে চুক্তি করেন স্লট। তবে ডাচ কোচ রাজি হলে লিভারপুলকে তাঁর ফি নিয়ে আলোচনা করতে হবে। কারণ, এই মৌসুমে স্লট রিলিজ ক্লজ পাবেন না। আগামী বছর পর্যন্ত সেটি সক্রিয় করা যাবে না। ফেয়েনুর্ডের সঙ্গে তাঁর চুক্তি আছে আরও এক বছর। 

ফেয়েনুর্ডকে ২০২২-২৩ মৌসুমে লিগ জেতানো ছাড়াও ডাচ জিতিয়েছেন স্লট। এর আগে তাঁর প্রিমিয়ার লিগে অন্য দুই ক্লাব টটেনহাম ও লিডস ইউনাইটেডে যাওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত