ক্রীড়া ডেস্ক
বয়স মাত্র ৩১। এ বয়সেই চলে গেলেন শেফিল্ড ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার জর্জ বালডক। দক্ষিণ এথেন্সের গ্লিফাদায় নিজ বাড়ির সুইমিংপুল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩০ মিনিটে বালডকের লাশ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ডুবে মারা গেছেন তিনি। পুলিশ সূত্র জানিয়েছে, কোনো ধরনের হত্যাকাণ্ডের শিকার হননি বালডক।
ঘটনাস্থলে বালডককে পুনরুজ্জীবিত করার চেষ্টার করেন পুলিশ। তবে বাঁচানো যায়নি। মেডিকেলের জরুরি বিভাগ তাঁর মৃত্যু নিশ্চিত করে। পুলিশের বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।
ইংল্যান্ডে জন্ম হলেও জাতীয় দল হিসেবে গ্রীসকে বেছে নেন বালডক। দেশটির হয়ে ২০২২ সালে অভিষেকের পর খেলেছেন ১২ ম্যাচ। শেফিল্ডে ৭ বছর কাটানোর পর এই গ্রীষ্মে তিনি গ্রীক দল পানাথিনাইকোসে যোগ দেন তিনি।
বালডকের মৃত্যুতে তাঁর পরিবারের বিবৃতি, ‘জর্জ দুঃখজনকভাবে চলে গেছে। পরিবার হিসেবে এই ভয়ংকর ক্ষতিতে আমরা শোকাহত।’
পানাথিনাইকোসের বিবৃতি, ‘আমরা আমাদের জর্জকে হারিয়ে শোকাহত। তাঁর অকাল মৃত্যুতে পানাথিনাইকোস পরিবার গভীরভাবে শোকাহত। জর্জ বালডকের পরিবার ও প্রিয়জনের পাশে আছি।’
শোক জানিয়েছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডও, ‘জর্জের পরিবার ও তাঁর বন্ধুদের প্রতি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে সংশ্লিষ্ট সকলে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।’
বালডককে সবশেষ মাঠে দেখা গেছে গত রোববার, গ্রিসের সুপার লিগে অলিম্পয়াকোসের বিপক্ষে গোলশূন্য ম্যাচে। তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে গ্রীস জাতীয় দলও।
বয়স মাত্র ৩১। এ বয়সেই চলে গেলেন শেফিল্ড ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার জর্জ বালডক। দক্ষিণ এথেন্সের গ্লিফাদায় নিজ বাড়ির সুইমিংপুল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩০ মিনিটে বালডকের লাশ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ডুবে মারা গেছেন তিনি। পুলিশ সূত্র জানিয়েছে, কোনো ধরনের হত্যাকাণ্ডের শিকার হননি বালডক।
ঘটনাস্থলে বালডককে পুনরুজ্জীবিত করার চেষ্টার করেন পুলিশ। তবে বাঁচানো যায়নি। মেডিকেলের জরুরি বিভাগ তাঁর মৃত্যু নিশ্চিত করে। পুলিশের বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।
ইংল্যান্ডে জন্ম হলেও জাতীয় দল হিসেবে গ্রীসকে বেছে নেন বালডক। দেশটির হয়ে ২০২২ সালে অভিষেকের পর খেলেছেন ১২ ম্যাচ। শেফিল্ডে ৭ বছর কাটানোর পর এই গ্রীষ্মে তিনি গ্রীক দল পানাথিনাইকোসে যোগ দেন তিনি।
বালডকের মৃত্যুতে তাঁর পরিবারের বিবৃতি, ‘জর্জ দুঃখজনকভাবে চলে গেছে। পরিবার হিসেবে এই ভয়ংকর ক্ষতিতে আমরা শোকাহত।’
পানাথিনাইকোসের বিবৃতি, ‘আমরা আমাদের জর্জকে হারিয়ে শোকাহত। তাঁর অকাল মৃত্যুতে পানাথিনাইকোস পরিবার গভীরভাবে শোকাহত। জর্জ বালডকের পরিবার ও প্রিয়জনের পাশে আছি।’
শোক জানিয়েছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডও, ‘জর্জের পরিবার ও তাঁর বন্ধুদের প্রতি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে সংশ্লিষ্ট সকলে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।’
বালডককে সবশেষ মাঠে দেখা গেছে গত রোববার, গ্রিসের সুপার লিগে অলিম্পয়াকোসের বিপক্ষে গোলশূন্য ম্যাচে। তাঁর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে গ্রীস জাতীয় দলও।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে