ক্রীড়া ডেস্ক
দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার কারণে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। তবে ইতালির উচ্চ ক্রীড়া আদালত পুনরায় মামলাটি পরীক্ষা করার পাশাপাশি সেই পয়েন্ট ফেরত দিয়েছেন তুরিনের বুড়িদের।
আর তাতেই বড় লাফ জুভদের। সিরি’আর চলতি মৌসুমে ৭ থেকে ৩ নম্বরে উঠে এসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ৩০ ম্যাচে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৯। তবে এখনো এই মামলা পুরোপুরি খারিজ হয়ে যায়নি। পরবর্তী শুনানিতে নির্ভর করছে জুভদের ভাগ্য।
তুরিনে যেন এখন সুবাতাসই বইছে। পর্তুগাল সফরে স্পোর্টিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ চার নিশ্চিত করার আগেই হারানো ১৫ পয়েন্ট ফিরে পাওয়ার সুসংবাদ পায় জুভরা।
তবে দলবদলে মিথ্যাচারের যে মামলা জুভেন্টাসের মাথায় ছিল, সেটি এখনো পুরোপুরি কাটেনি। এই মামলার অংশ হিসেবে ৩০ মাসের নিষেধাজ্ঞা পাওয়া টটেনহামের ফুটবল ডিরেক্টর ফাবিও প্যারাতিসি আপিল করেও হেরেছেন। জুভদের ওপর দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার অভিযোগের সময় তিনি ছিলেন ক্লাবটির ১১ জন পরিচালকদের একজন, যাঁদের প্রত্যেককে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়।
প্যারাতিসিও ছাড়াও জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেল্লি, সাবেক প্রধান নির্বাহী মাউরিজিও আরিভাবেনে এবং ক্রীড়া পরিচালক ফেদেরিকো কেরুবিনির আবেদন নাকচ করে দেন আদালত।
১৫ পয়েন্ট ফিরে পেয়ে চলতি মৌসুমের সিরি’আও জমিয়ে তুলল জুভেন্টাস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে লাৎসিও। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া নাপোলি পাচ্ছে শিরোপার সুবাস। জুভদের জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে গেছে রোমা। তাদের পয়েন্ট ৫৬। পয়েন্ট ফিরে পেয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশার আলোটাও উজ্জ্বল হলো জুভদের। সুসময়ের ভেতর দিয়ে যাওয়া ইতালিয়ান ক্লাবটি স্পোর্টিং সিপিকে হারিয়ে ফিরেছে জয়েরও ধারায়। এর আগের ম্যাচে লিগে সাসৌলুর বিপক্ষে হেরেছিল অ্যালেগ্রির দল।
দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার কারণে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। তবে ইতালির উচ্চ ক্রীড়া আদালত পুনরায় মামলাটি পরীক্ষা করার পাশাপাশি সেই পয়েন্ট ফেরত দিয়েছেন তুরিনের বুড়িদের।
আর তাতেই বড় লাফ জুভদের। সিরি’আর চলতি মৌসুমে ৭ থেকে ৩ নম্বরে উঠে এসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ৩০ ম্যাচে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৯। তবে এখনো এই মামলা পুরোপুরি খারিজ হয়ে যায়নি। পরবর্তী শুনানিতে নির্ভর করছে জুভদের ভাগ্য।
তুরিনে যেন এখন সুবাতাসই বইছে। পর্তুগাল সফরে স্পোর্টিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ চার নিশ্চিত করার আগেই হারানো ১৫ পয়েন্ট ফিরে পাওয়ার সুসংবাদ পায় জুভরা।
তবে দলবদলে মিথ্যাচারের যে মামলা জুভেন্টাসের মাথায় ছিল, সেটি এখনো পুরোপুরি কাটেনি। এই মামলার অংশ হিসেবে ৩০ মাসের নিষেধাজ্ঞা পাওয়া টটেনহামের ফুটবল ডিরেক্টর ফাবিও প্যারাতিসি আপিল করেও হেরেছেন। জুভদের ওপর দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার অভিযোগের সময় তিনি ছিলেন ক্লাবটির ১১ জন পরিচালকদের একজন, যাঁদের প্রত্যেককে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়।
প্যারাতিসিও ছাড়াও জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেল্লি, সাবেক প্রধান নির্বাহী মাউরিজিও আরিভাবেনে এবং ক্রীড়া পরিচালক ফেদেরিকো কেরুবিনির আবেদন নাকচ করে দেন আদালত।
১৫ পয়েন্ট ফিরে পেয়ে চলতি মৌসুমের সিরি’আও জমিয়ে তুলল জুভেন্টাস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে লাৎসিও। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া নাপোলি পাচ্ছে শিরোপার সুবাস। জুভদের জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে গেছে রোমা। তাদের পয়েন্ট ৫৬। পয়েন্ট ফিরে পেয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশার আলোটাও উজ্জ্বল হলো জুভদের। সুসময়ের ভেতর দিয়ে যাওয়া ইতালিয়ান ক্লাবটি স্পোর্টিং সিপিকে হারিয়ে ফিরেছে জয়েরও ধারায়। এর আগের ম্যাচে লিগে সাসৌলুর বিপক্ষে হেরেছিল অ্যালেগ্রির দল।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৩ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে