নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘প্রফেশনাল ফুটবল খেলোয়াড়বৃন্দ’-এর ব্যানারে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবলাররা। গতকাল ৭ দফা দাবি নিয়ে প্রিমিয়ার লিগের ৪০-৪৫ জন ফুটবলার মানববন্ধনে অংশ নেন। আশরাফুল ইসলাম, রায়হান হাসান, শহিদুল আলম, রেজাউল করিম, রহমত মিয়া, ইমন বাবুর মতো ফুটবলারও ছিলেন এই মানববন্ধনে।
ফুটবলারদের সেই ৭ দফা দাবি কী? সেগুলো হলো—১. অবিলম্বে ফুটবলারদের দলবদল পেছানো নিশ্চিত করতে হবে। ২. প্রতিটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ৩. দায়সারা লিগ চালানো যাবে না। ৪. যে দলগুলো খেলবে না বলছে, সেই দলগুলোয় খেলা নিশ্চিত করা খেলোয়াড়দের দায়ভার কে দেবে ৫. এ বছর বিদেশি ছাড়া লিগ চালাতে হবে। ৬. যেসব পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইতিপূর্বে ক্লাবের স্পনসর ছিল, তাদের আবার ক্লাবের স্পনসর করার ব্যবস্থা করতে হবে। ৭. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সব খেলোয়াড়ের একটি সভা আগামীকালের মধ্যে আয়োজন করতে হবে।
বাফুফের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে এই ৭ দফা দাবি পড়ে শোনান ফুটবলার রেজাউল করিম। দেশের ক্ষমতার পালাবদলের কারণে ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি দল খেলবে না বলে শোনা যাচ্ছে। গতকাল না খেলার কথা নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এ ছাড়াও শেখ জামাল ধানমন্ডি, চট্টগ্রাম আবাহনী এবং এবার প্রিমিয়ার উঠে আসা ওয়ান্ডারার্সও খেলবে না বলে শোনা যাচ্ছে। ফুটবলারদের খুদে বার্তা দিয়ে নাকি লিগে না খেলার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ক্লাবগুলো। এতে অনিশ্চয়তা পড়েছেন ক্লাবগুলোর ফুটবলাররা। এদিকে দ্রুত ফুরিয়ে আসছে দলবদলের সময়ও। প্রিমিয়ার লিগের ফুটবলারদের দলবদল ১৯ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও গত পরশু ফিফা আরও তিন দিন অর্থাৎ ২২ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে। চারটি ক্লাব না খেললে ওই চার দলের ফুটবলারদের কী হবে? এই প্রশ্নটাই তুলেছেন মানববন্ধনে অংশ নেওয়া রক্ষণভাগের খেলোয়াড় রায়হান হাসান, ‘৩-৪টি ক্লাব টিম করতে চাইছে না। শেখ রাসেল, শেখ জামাল তাদের খেলোয়াড়দের না করে দিয়েছে। শেষ সময় এভাবে বললে খেলোয়াড়েরা কোথায় যাবে? এই ১০০-১২০ জন খেলোয়াড়ের কী হবে?’
উদ্ভুত পরিস্থিতিতে দ্রুতই যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে খেলোয়াড়দের প্রতিনিধিসহ বসার চেষ্টা বাফুফে করবে বলে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
‘প্রফেশনাল ফুটবল খেলোয়াড়বৃন্দ’-এর ব্যানারে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবলাররা। গতকাল ৭ দফা দাবি নিয়ে প্রিমিয়ার লিগের ৪০-৪৫ জন ফুটবলার মানববন্ধনে অংশ নেন। আশরাফুল ইসলাম, রায়হান হাসান, শহিদুল আলম, রেজাউল করিম, রহমত মিয়া, ইমন বাবুর মতো ফুটবলারও ছিলেন এই মানববন্ধনে।
ফুটবলারদের সেই ৭ দফা দাবি কী? সেগুলো হলো—১. অবিলম্বে ফুটবলারদের দলবদল পেছানো নিশ্চিত করতে হবে। ২. প্রতিটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ৩. দায়সারা লিগ চালানো যাবে না। ৪. যে দলগুলো খেলবে না বলছে, সেই দলগুলোয় খেলা নিশ্চিত করা খেলোয়াড়দের দায়ভার কে দেবে ৫. এ বছর বিদেশি ছাড়া লিগ চালাতে হবে। ৬. যেসব পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইতিপূর্বে ক্লাবের স্পনসর ছিল, তাদের আবার ক্লাবের স্পনসর করার ব্যবস্থা করতে হবে। ৭. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সব খেলোয়াড়ের একটি সভা আগামীকালের মধ্যে আয়োজন করতে হবে।
বাফুফের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে এই ৭ দফা দাবি পড়ে শোনান ফুটবলার রেজাউল করিম। দেশের ক্ষমতার পালাবদলের কারণে ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি দল খেলবে না বলে শোনা যাচ্ছে। গতকাল না খেলার কথা নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এ ছাড়াও শেখ জামাল ধানমন্ডি, চট্টগ্রাম আবাহনী এবং এবার প্রিমিয়ার উঠে আসা ওয়ান্ডারার্সও খেলবে না বলে শোনা যাচ্ছে। ফুটবলারদের খুদে বার্তা দিয়ে নাকি লিগে না খেলার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ক্লাবগুলো। এতে অনিশ্চয়তা পড়েছেন ক্লাবগুলোর ফুটবলাররা। এদিকে দ্রুত ফুরিয়ে আসছে দলবদলের সময়ও। প্রিমিয়ার লিগের ফুটবলারদের দলবদল ১৯ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও গত পরশু ফিফা আরও তিন দিন অর্থাৎ ২২ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে। চারটি ক্লাব না খেললে ওই চার দলের ফুটবলারদের কী হবে? এই প্রশ্নটাই তুলেছেন মানববন্ধনে অংশ নেওয়া রক্ষণভাগের খেলোয়াড় রায়হান হাসান, ‘৩-৪টি ক্লাব টিম করতে চাইছে না। শেখ রাসেল, শেখ জামাল তাদের খেলোয়াড়দের না করে দিয়েছে। শেষ সময় এভাবে বললে খেলোয়াড়েরা কোথায় যাবে? এই ১০০-১২০ জন খেলোয়াড়ের কী হবে?’
উদ্ভুত পরিস্থিতিতে দ্রুতই যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে খেলোয়াড়দের প্রতিনিধিসহ বসার চেষ্টা বাফুফে করবে বলে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১৪ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে