ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার জন্য গত রাতটা ছিল ভুলে যাওয়ার মতো। মোনাকোর কাছে হার দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ মৌসুম শুরু করেছে বার্সা। কাতালানদের হারের হাতে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন দলটির ডিফেন্ডার এরিক গার্সিয়া।
স্টেদে লুইস টু স্টেডিয়ামে গত রাতে গার্সিয়া লাল কার্ড দেখেছেন ১০ মিনিটে। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মোনাকোর তাকুমি মিনামিনোকে ফাউল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান গার্সিয়াকে। এতে করে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বার্সার দ্রুততম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখেন। কাতালানদের এই বিব্রতকর রেকর্ডটি আগে ছিল সাবেক মিডফিল্ডার গিলের্মো আমোরের। ১৯৯১ সালে স্পার্তার বিপক্ষে ১৭ মিনিটে লাল কার্ড দেখেন আমোর। তিনিও যে উঠে এসেছেন বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে। সে সময় চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ।
১০ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা গোল হজম করেছে দ্রুতই। মোনাকোর স্ট্রাইকার ম্যাগসান আকলিউচি গোল করেন ১৭ মিনিটে। সমতায় ফিরতে বার্সা খুব একটা দেরি করেনি। ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বার্সেলোনাকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। তাঁকে এই গোলটি করতে সহায়তা করেন মার্ক কাসাদো। চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতার রেকর্ড করেন ইয়ামাল। তাঁর বয়স ছিল ১৭ বছর ৬৮ দিন। ১৭ বছর ৪০ দিনে গোল করে সবচেয়ে কম বয়সে রেকর্ডটি এখনো নিজের নামে রেখেছেন আনসু ফাতি।
ম্যাচটি ১-১ গোলে ছিল ৭০ মিনিট পর্যন্ত। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান মোনাকোর স্ট্রাইকার জর্জ লেনিখেনা। ম্যাচে অবশ্য আরও গোল হজম করতে পারত বার্সা। যেখানে ৫৬ শতাংশ বল দখলে রেখে মোনাকো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৮ শট। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে বার্সা। কাতালানরা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করেছে একটি। বল দখলে রেখেছিল ৪৪ শতাংশ।
চ্যাম্পিয়নস লিগে দ্রুততম লাল কার্ড দেখা বার্সেলোনার তিন ফুটবলার
মিনিট প্রতিপক্ষ সাল
এরিক গার্সিয়া ১০ মোনাকো ২০২৪
গিলার্মো আমোর ১৭ স্পার্তা ১৯৯১
রোনাল্ড আরাউহো ২৯ পিএসজি ২০২৩
বার্সেলোনার জন্য গত রাতটা ছিল ভুলে যাওয়ার মতো। মোনাকোর কাছে হার দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ মৌসুম শুরু করেছে বার্সা। কাতালানদের হারের হাতে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন দলটির ডিফেন্ডার এরিক গার্সিয়া।
স্টেদে লুইস টু স্টেডিয়ামে গত রাতে গার্সিয়া লাল কার্ড দেখেছেন ১০ মিনিটে। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মোনাকোর তাকুমি মিনামিনোকে ফাউল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান গার্সিয়াকে। এতে করে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বার্সার দ্রুততম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখেন। কাতালানদের এই বিব্রতকর রেকর্ডটি আগে ছিল সাবেক মিডফিল্ডার গিলের্মো আমোরের। ১৯৯১ সালে স্পার্তার বিপক্ষে ১৭ মিনিটে লাল কার্ড দেখেন আমোর। তিনিও যে উঠে এসেছেন বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে। সে সময় চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ।
১০ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা গোল হজম করেছে দ্রুতই। মোনাকোর স্ট্রাইকার ম্যাগসান আকলিউচি গোল করেন ১৭ মিনিটে। সমতায় ফিরতে বার্সা খুব একটা দেরি করেনি। ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বার্সেলোনাকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। তাঁকে এই গোলটি করতে সহায়তা করেন মার্ক কাসাদো। চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতার রেকর্ড করেন ইয়ামাল। তাঁর বয়স ছিল ১৭ বছর ৬৮ দিন। ১৭ বছর ৪০ দিনে গোল করে সবচেয়ে কম বয়সে রেকর্ডটি এখনো নিজের নামে রেখেছেন আনসু ফাতি।
ম্যাচটি ১-১ গোলে ছিল ৭০ মিনিট পর্যন্ত। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান মোনাকোর স্ট্রাইকার জর্জ লেনিখেনা। ম্যাচে অবশ্য আরও গোল হজম করতে পারত বার্সা। যেখানে ৫৬ শতাংশ বল দখলে রেখে মোনাকো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৮ শট। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে বার্সা। কাতালানরা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করেছে একটি। বল দখলে রেখেছিল ৪৪ শতাংশ।
চ্যাম্পিয়নস লিগে দ্রুততম লাল কার্ড দেখা বার্সেলোনার তিন ফুটবলার
মিনিট প্রতিপক্ষ সাল
এরিক গার্সিয়া ১০ মোনাকো ২০২৪
গিলার্মো আমোর ১৭ স্পার্তা ১৯৯১
রোনাল্ড আরাউহো ২৯ পিএসজি ২০২৩
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে