সাময়িক নিষিদ্ধ শেখ জামাল-ব্রাদার্সের ৩ ফুটবলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬: ১৬
Thumbnail image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে গত শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শেষে গালিগালাজ ও মারামারির ঘটনায় দুই দলের ৩ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছে বাফুফে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিকে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সাজাপ্রাপ্ত ৩ ফুটবলার হলেন-শেখ জামালের ফয়সাল আহমেদ ও শাকিল আহমেদ এবং ব্রাদার্সের ছামির উল্লাহ। এ ছাড়া দুই দলের বলবয় মো. রাজু, শরিফুল হাসান সুজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফের শৃঙ্খলা বিষয়ক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই ক্লাব কর্তৃপক্ষকে ঘটনার কারণ ব্যাখ্যা করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত নিষিদ্ধরা বাফুফে আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের শনিবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। যোগ করা সময়ে একটি ফাউল নিয়ে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়ান।

কিছুক্ষণ পর খেলা আবার মাঠে গড়ালে কর্নার পায় শেখ জামাল। সেই কর্নার নেওয়ার আগেই রেফারি শেষ বাঁশি বাজান। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষিপ্ত হয়ে রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন।

তাঁদের এমন আচরণে ব্রাদার্সের সমর্থকেরা গালিগালাজ শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন শেখ জামালের ফুটবলাররা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে চলে যায়।

ঘটনার সময় মাঠে মাত্র ৩ জন পুলিশ নিয়োজিত ছিলেন। যে কারণে পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত