আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের দিন কলম্বিয়ায় সরকারি ছুটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১৭: ২৭

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর আবারও কলম্বিয়ার সামনে সুবর্ণ সুযোগ। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা জয়ের কাছাকাছি এখন দলটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা।কলম্বিয়ানদের জন্য দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। 

কোপার ফাইনাল ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে কলম্বিয়ায়। নিউইয়র্কের কুইনস কলেজে গতকাল সংবাদ সম্মেলনে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো বলেছেন, ‘কলম্বিয়ানদের একতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এই দিনটি সাধারণ ছুটি হিসেবে উদ্‌যাপন করব। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেন বাড়িতে বসে দিনটি উপভোগ করতে পারেন। নাচ-গানের পাশাপাশি প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, সহকর্মীদের সঙ্গে উপভোগ করা যেন যায়-তাতেই এই ছুটির ব্যবস্থা করা।’ 

উরুগুয়ের বিপক্ষে পরশু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। উত্তর ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০  গোলে  হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া। সেই ম্যাচে ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। সেমির সেই ন্যক্কারজনক ঘটনা নিয়েও কথা বলেছেন পেদ্রো। কলম্বিয়ার রাষ্ট্রপতি বলেন, ‘কলম্বিয়ার জাতীয় ফুটবল দল কোনো ধরনের সহিংসতার পক্ষে নয় এই দল সব সময় একতার প্রতিনিধিত্ব করে। কলম্বিয়ার জাতীয় পতাকা সব সময় ঐক্যের প্রতিনিধিত্ব করে। 

টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া সর্বশেষ ম্যাচ হেরেছিল এই আর্জেন্টিনার বিপক্ষেই। ২০২২ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে হারে হামেস রদ্রিগেজরা। ১৯৯২-৯৪ পর্যন্ত ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল সর্বোচ্চ। কোপার সেমিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ড অতিক্রম করে কলম্বিয়া। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারাতে পারলে দেশটির সরকারি ছুটি উদ্‌যাপন সার্থক হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত