ক্রীড়া ডেস্ক
দুই দিন আগেই আভাস মিলেছিল বদলে যেতে পারে কাতার বিশ্বকাপের সূচি। স্বাগতিক কাতার ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করেছিল। ফিফাও তাদের প্রস্তাবে সাড়া দিয়েছে।
কাতারের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, ২১ নভেম্বর নয়, ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। আগের সূচিতে ২১ নভেম্বর বিশ্বকাপ শুরুর দিন আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের ম্যাচ রাখা হলেও সেদিন প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হতো নেদারল্যান্ডস এবং দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামত ইরান।
আয়োজক দেশ হয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে না পারায় কিছুটা হতাশ হয়ে বিশ্বকাপের সূচি বদলানোর জন্য ফিফার কাছে আবেদন করেছিল কাতার। এরপর ফিফা জানিয়েছে, ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এদিন আর কোনো ম্যাচ রাখা হয়নি। পরের ম্যাচগুলো হবে আগের সূচি মেনেই।
২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলে আসছে স্বাগতিক দেশ। বিশ্বকাপ এক দিন এগিয়ে আনায় এবারও এর ব্যত্যয় হলো না।
দুই দিন আগেই আভাস মিলেছিল বদলে যেতে পারে কাতার বিশ্বকাপের সূচি। স্বাগতিক কাতার ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে আবেদন করেছিল। ফিফাও তাদের প্রস্তাবে সাড়া দিয়েছে।
কাতারের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, ২১ নভেম্বর নয়, ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। আগের সূচিতে ২১ নভেম্বর বিশ্বকাপ শুরুর দিন আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের ম্যাচ রাখা হলেও সেদিন প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হতো নেদারল্যান্ডস এবং দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামত ইরান।
আয়োজক দেশ হয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে না পারায় কিছুটা হতাশ হয়ে বিশ্বকাপের সূচি বদলানোর জন্য ফিফার কাছে আবেদন করেছিল কাতার। এরপর ফিফা জানিয়েছে, ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এদিন আর কোনো ম্যাচ রাখা হয়নি। পরের ম্যাচগুলো হবে আগের সূচি মেনেই।
২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলে আসছে স্বাগতিক দেশ। বিশ্বকাপ এক দিন এগিয়ে আনায় এবারও এর ব্যত্যয় হলো না।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
৬ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
৭ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
৮ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
৮ ঘণ্টা আগে