নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাথি মারতে চেয়েছিলেন রেফারিকে, সেই লাথি লেগেছে সহকারী রেফারির গায়ে! সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভুঁইয়ার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের ভিত্তিকে দুর্বল ইঙ্গিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)। তাই জামালের লাথির প্রমাণ খুঁজতে ফরেনসিক তদন্ত করতে চায় ফেডারেশনটি।
গত রোববার মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফের বিপক্ষে ‘বিতর্কিত’ পেনাল্টি গোলে জয় পায় শেখ রাসেল। ম্যাচ শেষ হতেই ফুঁসে ওঠেন সাইফের ফুটবলাররা। ঘিরে ধরেন রেফারিকে। এসময় রেফারির দিকে তেড়ে যাওয়ার অভিযোগ আছে সাইফের ফুটবলারদের বিরুদ্ধে।
ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টে বলা হয়েছিল, ঘিরে ধরা অবস্থায় এক পর্যায়ে রেফারি বিটুরাজ বড়ুয়াকে লাথি মারতে যান জামাল। বিটুরাজ সরে যাওয়ায় সেই লাথি লাগে সহকারী রেফারি জুনায়েদ শরীফের গায়ে লাগে। এ অভিযোগের বিষয়ে জানতে সাইফ স্পোর্টিংকে শোকজ করে বাফুফে।
জামাল ইস্যুতে আজ ডিসিপ্লিনারি কমিটির সভা বসেছিল ফেডারেশন ভবনে। সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন,‘জামাল যে রেফারিকে লাথি মেরেছেন আমাদের সভায় ভিডিও ঘেটে তার প্রমাণ হয়নি কিন্তু আমাদের রেফারিদের রিপোর্টে বিষয়টি এসেছে। তাই বিষয়টির ফরেনসিক তদন্ত হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির পরবর্তী সভায় বিষয়টি তোলা হবে।’
জামালের বিপক্ষে তদন্ত চললেও রেফারির দিকে তেড়ে যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে সাইফ স্পোর্টিংয়ের ফুটবলারদের। আগ্রাসী মন্তব্যের অভিযোগে সাইফের মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুবকেও ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে।
লাথি মারতে চেয়েছিলেন রেফারিকে, সেই লাথি লেগেছে সহকারী রেফারির গায়ে! সাইফ স্পোর্টিং অধিনায়ক জামাল ভুঁইয়ার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের ভিত্তিকে দুর্বল ইঙ্গিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে)। তাই জামালের লাথির প্রমাণ খুঁজতে ফরেনসিক তদন্ত করতে চায় ফেডারেশনটি।
গত রোববার মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফের বিপক্ষে ‘বিতর্কিত’ পেনাল্টি গোলে জয় পায় শেখ রাসেল। ম্যাচ শেষ হতেই ফুঁসে ওঠেন সাইফের ফুটবলাররা। ঘিরে ধরেন রেফারিকে। এসময় রেফারির দিকে তেড়ে যাওয়ার অভিযোগ আছে সাইফের ফুটবলারদের বিরুদ্ধে।
ম্যাচ কমিশনার ও রেফারির রিপোর্টে বলা হয়েছিল, ঘিরে ধরা অবস্থায় এক পর্যায়ে রেফারি বিটুরাজ বড়ুয়াকে লাথি মারতে যান জামাল। বিটুরাজ সরে যাওয়ায় সেই লাথি লাগে সহকারী রেফারি জুনায়েদ শরীফের গায়ে লাগে। এ অভিযোগের বিষয়ে জানতে সাইফ স্পোর্টিংকে শোকজ করে বাফুফে।
জামাল ইস্যুতে আজ ডিসিপ্লিনারি কমিটির সভা বসেছিল ফেডারেশন ভবনে। সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন,‘জামাল যে রেফারিকে লাথি মেরেছেন আমাদের সভায় ভিডিও ঘেটে তার প্রমাণ হয়নি কিন্তু আমাদের রেফারিদের রিপোর্টে বিষয়টি এসেছে। তাই বিষয়টির ফরেনসিক তদন্ত হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির পরবর্তী সভায় বিষয়টি তোলা হবে।’
জামালের বিপক্ষে তদন্ত চললেও রেফারির দিকে তেড়ে যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে সাইফ স্পোর্টিংয়ের ফুটবলারদের। আগ্রাসী মন্তব্যের অভিযোগে সাইফের মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুবকেও ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরির পর ছিল না এনামুল হক বিজয়ের কোনো উদযাপন। কারণ, দুর্বার রাজশাহী হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর মন খারাপ ছিল।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে কাঁদতে দেখা গেছে। সেঞ্চুরির ২৪ ঘণ্টা না জেতেই হারালেন অধিনায়কত্বও।
২৪ মিনিট আগেবদ্দা চেতি গেছে! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনেকে তামিম ইকবালকে নিয়ে এমন মন্তব্য করতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। হঠাৎই তামিম মেজাজ হারিয়ে তর্কে জড়াচ্ছেন ক্রিকেটারদের সঙ্গে। দেশি, বিদেশি, সতীর্থ, প্রতিপক্ষ—সবার সঙ্গে প্রায়ই লেগে যাচ্ছে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারের। যেটা বাকি ক্রিকেটারদের ক্ষেত্রে
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদের সভাপতি পদে অনেক দিন ধরেই আছেন ফ্লোরেন্তিনো পেরেজ। এবার ক্লাবটিতে তাঁর থাকার মেয়াদ আরও বাড়ল। ২০২৯ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সভাপতি হিসেবে থাকছেন বলে জানিয়েছে ক্লাবের নির্বাচনী বোর্ড। ২০০৯ সাল থেকে শুরু করে টানা পঞ্চমবার ক্লাবটির প্রধান নির্বাচিত হয়েছেন।
৩ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১০ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের কাছে ৩ উইকেটে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয়বার আজ তারা মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ঢাকা ক্যাপিটালস-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ। ঢাকার দুই ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস আছেন দারুণ ছন্দে...
৪ ঘণ্টা আগে