ক্রীড়া ডেস্ক
এই জয় তো এই হার—এ মৌসুমেও এমন ঢিমেতালে পথ চলছে চেলসি। এই আশার আলো দেখে তো এই নিভে যায়। তবে এবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই জয়ে আবারও বুকে বল পাচ্ছেন ব্লুজদের কোচ মাউরিসিও পচেত্তিনো। শিষ্যদের থেকে আরও ধারাবাহিক পারফরম্যান্সের প্রত্যাশা তাঁর।
আগের ম্যাচে এফএ কাপের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ভিলা পার্কে ৩-১ গোলে জিতেছিল চেলসি। গোল পেয়েছিলেন কনর গ্যালাগার ও এনজো ফার্নান্দেজ। গত রাতে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেলহার্স্ট পার্কেও একই ব্যবধানে জিতেছে পচেত্তিনোর দল। সেটিও প্রথমার্ধে পিছিয়ে থেকে।
গোল পেয়েছেন সেই গ্যালাগার ও এনজো। তার মধ্যে গ্যালাঘারের জোড়া গোল। ৪৭ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে করে নিজের দ্বিতীয় গোলটি। তিন মিনিট পর প্যালেসে আঘাত হানেন এনজো। দলের শেষ দুটি গোলেই অ্যাসিস্ট কোল পালমারের।
লিগে এই মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন গ্যালাগার। সেটিও সাবেক ক্লাবের বিপক্ষে। ২০১৯ সালে স্টামফোর্ড ব্রিজে আসা ইংলিশ মিডফিল্ডার ২০২১-২২ পর্যন্ত ধারে প্যালেসে ছিলেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এখন চাপ বাড়িয়েছে সেলহার্স্ট পার্কের কোচ রয় হজসনের ওপর। শিষ্যদের বাজে পারফরম্যান্সের কারণে চাকরিটা যায় যায় অবস্থা প্যালেস কোচের।
অবশ্য পচেত্তিনোরও একই অবস্থা। তার পরও শিষ্যদের নিয়ে আশাবাদী তিনি। জয়ের পর চেলসি কোচ বলেছেন, ‘প্রথম ৪৫ মিনিট খুব নীরস ছিল। দ্বিতীয়ার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি এবং গোল করেছি। ম্যাচটি কঠিন ছিল তবে আমি আনন্দিত। অমারা শুধু আমাদের আত্মবিশ্বাসটা গড়তে চাই এবং উপলব্ধি করতে চাই যে, আমাদের আরও ধারাবাহিকতা প্রয়োজন।’
এই দাপুটে জয়ে চেলসি পয়েন্ট তালিকার ১০ নম্বরে ওঠে এসেছে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পার্থক্য ২০ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্যালেস আছে ১৫ নম্বরে।
সিরি আয় আবারও হোঁচট খেয়েছে জুভেন্তাস। এবার নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে উদিনেসের বিপক্ষে ১-০ গোলে হেরে বসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ জয়হীন জুভরা। তার মধ্যে হারল শেষ দুই ম্যাচে। হারলেও অবশ্য ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তুরিনের বুড়িরা। তবে তাদের সঙ্গে শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৭। তার মধ্যে এক ম্যাচ কম খেলেছে নেরাজ্জুরিরা।
এই জয় তো এই হার—এ মৌসুমেও এমন ঢিমেতালে পথ চলছে চেলসি। এই আশার আলো দেখে তো এই নিভে যায়। তবে এবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই জয়ে আবারও বুকে বল পাচ্ছেন ব্লুজদের কোচ মাউরিসিও পচেত্তিনো। শিষ্যদের থেকে আরও ধারাবাহিক পারফরম্যান্সের প্রত্যাশা তাঁর।
আগের ম্যাচে এফএ কাপের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ভিলা পার্কে ৩-১ গোলে জিতেছিল চেলসি। গোল পেয়েছিলেন কনর গ্যালাগার ও এনজো ফার্নান্দেজ। গত রাতে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেলহার্স্ট পার্কেও একই ব্যবধানে জিতেছে পচেত্তিনোর দল। সেটিও প্রথমার্ধে পিছিয়ে থেকে।
গোল পেয়েছেন সেই গ্যালাগার ও এনজো। তার মধ্যে গ্যালাঘারের জোড়া গোল। ৪৭ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে করে নিজের দ্বিতীয় গোলটি। তিন মিনিট পর প্যালেসে আঘাত হানেন এনজো। দলের শেষ দুটি গোলেই অ্যাসিস্ট কোল পালমারের।
লিগে এই মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন গ্যালাগার। সেটিও সাবেক ক্লাবের বিপক্ষে। ২০১৯ সালে স্টামফোর্ড ব্রিজে আসা ইংলিশ মিডফিল্ডার ২০২১-২২ পর্যন্ত ধারে প্যালেসে ছিলেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এখন চাপ বাড়িয়েছে সেলহার্স্ট পার্কের কোচ রয় হজসনের ওপর। শিষ্যদের বাজে পারফরম্যান্সের কারণে চাকরিটা যায় যায় অবস্থা প্যালেস কোচের।
অবশ্য পচেত্তিনোরও একই অবস্থা। তার পরও শিষ্যদের নিয়ে আশাবাদী তিনি। জয়ের পর চেলসি কোচ বলেছেন, ‘প্রথম ৪৫ মিনিট খুব নীরস ছিল। দ্বিতীয়ার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি এবং গোল করেছি। ম্যাচটি কঠিন ছিল তবে আমি আনন্দিত। অমারা শুধু আমাদের আত্মবিশ্বাসটা গড়তে চাই এবং উপলব্ধি করতে চাই যে, আমাদের আরও ধারাবাহিকতা প্রয়োজন।’
এই দাপুটে জয়ে চেলসি পয়েন্ট তালিকার ১০ নম্বরে ওঠে এসেছে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পার্থক্য ২০ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্যালেস আছে ১৫ নম্বরে।
সিরি আয় আবারও হোঁচট খেয়েছে জুভেন্তাস। এবার নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে উদিনেসের বিপক্ষে ১-০ গোলে হেরে বসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ জয়হীন জুভরা। তার মধ্যে হারল শেষ দুই ম্যাচে। হারলেও অবশ্য ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তুরিনের বুড়িরা। তবে তাদের সঙ্গে শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৭। তার মধ্যে এক ম্যাচ কম খেলেছে নেরাজ্জুরিরা।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৫ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে